Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Unique Puja Rituals

মূর্তি জলে বিসর্জন না দিয়ে গাছ তলায় রেখে আসার রীতির প্রচলন আছে কেন?

পুজো হয়ে গেলে মাটির প্রতিমাকে জলে না ভাসিয়ে দিয়ে ছোট ছোট দেবী মূর্তিকে গাছ তলায় রেখে আসেন অনেকে! কেন, জানেন কি?

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩১
Share: Save:

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তবে বলা ভাল, দুর্গাপুজোর সময় থেকেই পুজোর মরশুম শুরু হচ্ছে। মা দুর্গার বেশির ভাগ প্রতিমা আকারে সাধারণত বড় হয়। ফলে বির্সজন দিয়ে দেওয়া হয়। কিংবা পুজো মণ্ডপেই মূর্তি জল দিয়ে মাটি গলিয়ে দেওয়া হয়। ছোট প্রতিমা গুলিকে বা পুজো পাওয়া দেব-দেবীর ছবিকে অনেক সময় গাছের তলায় রেখে দিয়ে আসার রীতি আছে। জানেন কি, কেন এই রীতির চল আছে?

আমরা বাড়ি তৈরির সময় ঠাকুরের জন্য আলাদা স্থান বানাই। বিশ্বাস করি, দেবতার উপস্থিতি আমাদের মধ্যে একটা ইতিবাচক শক্তি জোগায়। ধর্মীয় মতেও বলা হয়, একটি ঘর, বাড়ি হয়ে ওঠে ভাল শক্তি কাজ করার ফলেই।

বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর-পূর্ব দিকে ঠাকুর ঘর বানানো হয়। শুধু ঠাকুর ঘর বানালেই যে কাজ শেষ, তা নয়। এটাও খেয়াল রাখতে হবে বাড়িতে রাখা প্রতিমা বা ছবি যেন কোনও ভাবে ভেঙে বা ছিঁড়ে না যায়। এই রকম হলে বাস্তুবিদরা বলেন, তাতে পরিবারের অমঙ্গল হয়। এই জন্য এই ধরনের মূর্তি ঘর থেকে সরিয়ে ফেলতে হয়। তবে তারও একটা নির্দিষ্ট পদ্ধতি আছে।

হিন্দুশাস্ত্রয় বট গাছকে পবিত্র মানা হয়। তাই ক্ষতিগ্রস্ত মূর্তি বা ছেঁড়া দেব-দেবীর ছবি গুলোকে বট গাছের তলায় রেখে আসা হয়। এ ছাড়া কিছু পরিবারে এমনও রীতি আছে, তারা পুজো পাওয়া মূর্তি ভাসান না দিয়ে বট গাছের তলায় রেখে আসেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিবারে নানা ধরনের গল্প কথা থাকে। তার অনেক স্বপ্নাদেশ ইত্যাদি সংক্রান্ত।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Myths and Beliefs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE