নিষেধাজ্ঞা যতই থাক, কালীপুজো যত এগিয়ে আসছে ততই অল্প বিস্তর বাজি ফাটার শব্দ পাওয়া যাচ্ছে। শব্দদানবের ভয়ে এখনই কাবু? নিজেও অতিষ্ঠ হয়ে ওঠেন, চারপেয়ে সন্তানকে নিয়েও চিন্তায় ভোগেন এই সময়? তা হলে কালীপুজোর কটা দিন শহরের আসপাশের কোথাও থেকে ঘুরে এলে কেমন হয়? ভাবছেন কোথায় যাবেন, চলুন তেমনই কিছু জায়গার সন্ধান দেওয়া যাক।