শহর কলকাতা একটি প্রাচীন, ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ শহর। এ শহর ঘুরতে দেশ-বিদেশ থেকে বহু মানুষ, বিশেষত পর্যটকেরা তো বটেই, এমনকী গবেষকরাও আসেন। দিনের বেলা শহরটা যেমন সুন্দর, রাতেও এর আকর্ষণ বড় কম নয়! রাতের কলকাতায় শহরের প্রাচীন ও গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলি সেজে ওঠে ঝলমলে আলোয়। চাইলে যে কেউ সেগুলির সৌন্দর্য বাইরে থেকে ঘুরে দেখতেই পারেন। কারণ, রাতে অধিকাংশ ভবনই বন্ধ থাকে। দীপাবলির আগে রাতের কলকাতার তেমনই কিছু ঘোরার জায়গার সন্ধান রইল এখানে।