সেরা বারোয়ারি বাছতে এখনই ভোট দিন ও ভোট দেওয়ান

মনে রাখবেন আপনার প্রিয় পুজোকে জেতাতে পারেন আপনিই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২১ ১৭:৫০

কে জিতছে? সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে ভোটিং। আড়াইশোরও বেশি পুজো থেকে রিতীমতো চিরুনি তল্লাশি করে আমরা বেছে নিয়েছি কলকাতার সেরা ২০টি বারোয়ারি পুজোকে। এবার তাদের মধ্যেই শুরু যুদ্ধ। কে এগিয়ে? কে পিছিয়ে? ঠিক করে দেবেন আপনারই। এই কুড়িটি পুজো থেকে ভোটিং এবং জুরি কর্তৃক প্রদেয় নম্বরের উপরে ভিত্তি করে আমরা বেছে নেব কলকাতার সেরা দশটি বারোয়ারিকে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ছাড়া আরও সাতটি বিভাগে থাকছে অনন্য সম্মান। সঙ্গে বিজেতারা পেয়ে যাবেন আকর্ষণীয় ক্যাশ প্রাইজও।

কীভাবে ভোট দেবেন -

  • Anandabazar.com/Ananda-utsav এই ওয়েবসাইটে গিয়ে সেরা সর্বজ্জনীনের ট্যাবটি ক্লিক করুন
  • কলকাতার সেরা ২০টি বারোয়ারি পুজোর হদিশ রয়েছে পেজটিতে
  • পছন্দ মতো পুজো বেছে নিন।
  • এরপর থাম্ব চিহ্নটি প্রেস করে ভোট দিন
  • পাশের লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি ভোটিংয়ের পাতায় পৌঁছে যেতে পারবেন - সেরা সর্বজনীন

প্রাপ্ত ভোটিং এবং প্রদেয় নম্বরের উপরে ভিত্তি করেই বেছে নেওয়া হবে সেরা তিনটি বারোয়ারি পুজো। মনে রাখবেন আপনার প্রিয় পুজোকে জেতাতে পারেন আপনিই। ভোট দিন এবং ভোট দেওয়ান। এখনই লগ ইন করুন আনন্দবাজার আনন্দ উৎসবে

Durga Puja 2021 Kolkata competition

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy