Advertisement
২৫ এপ্রিল ২০২৪
West Bengal Assembly Election 2021

Bengal Polls: মান্নান ‘বিশ্বাসঘাতক’ বললেন অভিষেক, ‘তোলাবাজ তো কেউ বলে না’ এল জবাব

অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে আব্দুল মান্নানের পাল্টা, ‘‘আমি তো টাকা চুরি করিনি। কেউ আমাকে তোলাবাজও বলে না।’’

অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আব্দুল মান্নান।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আব্দুল মান্নান।

নিজস্ব সংবাদদাতা
চাঁপদানি শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২১ ২০:০৫
Share: Save:

রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে নাম না করে ‘বিশ্বাসঘাতক’ বললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাঁপদানির দলীয় প্রার্থীর সমর্থনে হুগলির শেওড়াফুলিতে বুধবার জনসভা করতে গিয়ে তিনি ওই মন্তব্য করেন। ওই কেন্দ্রেই সংযুক্ত মোর্চার প্রার্থী কংগ্রেসের মান্নান। অভিষেকের মন্তব্য প্রসঙ্গে মান্নানের পাল্টা, ‘‘আমি তো টাকা চুরি করিনি। কেউ আমাকে তোলাবাজও বলে না।’’

চাঁপদানিতে তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁই। তিনি বৈদ্যবাটি পুরসভার প্রশাসক। ভোট-যুদ্ধে প্রথম বার নেমেছেন। ওই কেন্দ্রে গতবার জয়ী হন বিধানসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা মান্নান। তবে লোকসভা ভোটের নিরিখে মান্নানের কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল। অরিন্দমের সমর্থনে শেওড়াফুলি বিএসপার্ক মাঠে বুধবার জনসভা করেন অভিষেক। সেখানে মান্নানকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘রাজভবন আর দিল্লিতে গিয়ে সব সুযোগসুবিধা নিতে ব্যস্ত থাকেন উনি। তাই নিজের বিধানসভায় দেখা যায় না।

বিশ্বাসঘাতকের জামানত বাজেয়াপ্ত করতে হবে।’’ চাঁপদানিতে তৃণমূল প্রার্থী জিতবে, এই দাবি করে অভিষেক বলেন, ‘‘২ মে বিজেপি, কংগ্রেস চোখে সর্ষে ফুল দেখবে।’’

অভিষেকের ‘বিশ্বাসঘাতক’ মন্তব্য প্রসঙ্গে মান্নান বুধবার বলেন, ‘‘আমাকে এলাকায় পাওয়া যায় কি না সেটা আমার বিধানসভার মানুষ জানেন। আমার অফিস এবং বাড়ি দুটোই এই বিধানসভা এলাকার মধ্যে পড়ে। যখনই কারও প্রয়োজন হয় তিনি আমাকে পান। গত পাঁচ বছরে তহবিলের তিন কোটি টাকা খরচ করেছি বিভিন্ন উন্নয়নমূলক কাজে। আমি তো আর টাকা চুরি করিনি। আর আমাকে কেউ তোলাবাজও বলে না।’’ তিনি আরও বলেন, ‘‘ওঁর তো খারাপ লাগবেই। কারণ, সারদা মামলা সুপ্রিম কোর্টে আমি করেছিলাম। তার পর থেকেই তো কাটমানি আর তোলাবাজির খ্যাতি পেয়েছেন তৃণমূল নেতারা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE