Advertisement
২০ এপ্রিল ২০২৪
West Bengal Assembly Election 2021

Bengal Polls: সরাসরি: বিজেপি আমাদের স্লোগান টুকলি করেছে কেন? নতুন কিছু করুক কেশিয়াড়িতে বললেন মমতা

‘‘আগামী মে মাস থেকে সব বিধবা ভাতা পাবেন। দুয়ারে সরকারে দরখাস্ত ফেলবেন টাকা পাবেন।’’ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কেশিয়াড়ির সভাতে মমতা বন্দ্যোপাধ্যায়।

কেশিয়াড়ির সভাতে মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কেশিয়াড়ি শেষ আপডেট: ১৮ মার্চ ২০২১ ১৪:০২
Share: Save:

বৃহস্পতিবার কেশিয়াড়িতে দ্বিতীয় সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন উন্নয়নের কথা। বিজেপিকে আক্রমণ একই প্রসঙ্গে। বিজেপিকে ভণ্ডামি আর দুর্নীতির দোকানদার বলে মন্তব্য করলেন।

মমতা যা বললেন—

২.৩৯: দুর্নীতির অভিযোগ নিয়ে মমতা বললেন, ছোট খাট চুরি নিয়ে মাথা ঘামাচ্ছে ওরা। এদিকে দেশে বড় বড় ডাকাতি হয়ে যাচ্ছে তার খোঁজ নেই কেন? সেইসব ডাকাতি দেখা যাচ্ছে না। বললেন মমতা।

২.৩৮: রেল, ব্যাঙ্ক, বিমার বেসরকারিকরন নিয়ে বিজেপিকে কটাক্ষ মমতার।

২.৩৬: বিহারে বলেছিল ভোটে জিতলে সবাইকে বিনা পয়সায় টিকা দেবে। ছ’মাস হয়ে গিয়েছে। এখনও টিকা দেয়নি। কারণ বিজেপি হল মিথ্যেবাদীর দল।

২.৩৫: মমতা বললেন, আমি সুখেও ছিলাম, দুঃখেও আছি। আপনাদের পাহারা দিয়েছি। কারণ আমি আপনাদের ঘরের মেয়ে। তাই যদি আমাকে চান তাহলে তৃণমূলকে ভোট দিন।

২.৩৪: ‘‘ওরা জানে না মমতা ব্যানার্জি মানুষের এনার্জি। মানুষের সঙ্গে দাঁড়িয়ে লড়াই করে। পালিয়ে যায় না। মমতা মানুষের পাহারাদার। দুর্দিনে পাশে থাকে। ওরা কোথায় ছিল যখন করোনা হয়েছিল। যখন আম্ফান হয়েছিল, তখন কোথায় ছিল ওরা?’’ বললেন মমতা।

২.৩৪: হামলা করার পর কুৎসা করছে, চক্রান্ত করতে লজ্জা করে না ওদের? : মমতা

২.৩৩: আমার একটা পায়ে আঘাত করেছে। আমি বাংলার মানুষের কোটি কোটি পায়ে সম্মান জানিয়ে সেই পায়ের মাসুল আদায় করব।

২.৩২: ধর্ম অনেক আছে। তবে মানবধর্ম ভুললে চলবে না, বললেন মমতা।

২.৩১: বিজেপির বহিরাগত গুণ্ডারা বাংলা চালাবে না। বাংলার মা-বোনেরা বাংলা শাসন করবে : মমতা

২.৩০ : ‘সিপিএমকে ভোট দেবেন না। বাংলায় ওরা বিজেপির গদাই। কংগ্রেসকেও ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। ওরা বিজেপির জগাই। বিজেপিকে ভোট দেবেন না। ওরা দাঙ্গাকারী মাধাই। জগাই-মাধাই-গদাই, তিনজনকেই দিন বিদায়: মমতা।

২.২৯: মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামীদের প্রতিষ্ঠান। তাঁদেরকে প্রণাম জানিয়ে বলব, যারা গাঁধীজিকে খুন করেছিল, তারা ভোট চাইতে আসছে? ওঁদের ভোট দেবেন না বন্ধু : মমতা

২.২৮: নির্বাচন এলে সামনে হরি হরি আর পিছনে ডাকাতি করি। আমরা এটা করি না। আমরা বলি সামনে হরি হরি আর পিছনে মানুষকে পুজো করি : মমতা।

২.২৮: অসমে, দিল্লিতে দাঙ্গার নামে কত লোক খুন করেছে ওরা, খুনিদের মাস্টার ওরা : মমতা

২.২৭: বিজেপি আমাদের স্লোগান টুকলি করেছে, ওরা এখন পরিবর্তন পরিবর্তন বলছে। পরিবর্তন তো আমাদের স্লোগান। ওরা তো টুকেছে। কেন? ওরা নিজেরা কিছু ভাবতে পারে না? প্রশ্ন মমতার

২.২৬ : যদি বিনা পয়সায় রেশন পেতে হয়, স্বাস্থ্যসাথী পেতে হয়, বিধবা ভাতা পেতে হয় তবে একটা ভোটও বিজেপিকে নয়। যদি ১০ লক্ষ টাকার স্টুডেন্ট কার্ড পেতে হয়, মেয়েদের সম্মান পেতে হয়, ৫০০ টাকা প্রতিমাসে পেতে হয় তবে বিজেপিকে একটা ভোটও দেবেন না, বললেন মমতা। তাহলে ভোট দিন তৃণমূলে, জোড়াফুলে আর কাউকে নয়।

২.২৫: যাঁরা বাইরে কাজ করেন তাঁরা ভোটের দিন বাড়িতে ফিরে ভোট না দিলে তাদের নাম বাদ দিয়ে দেবে ওরা : মমতা। জানালেন, আমি বাংলায় এনপিআর করতে দিইনি।

২.২৫ : বিজেপির একটা নতুন গেমপ্ল্যান আছে। নাম এনপিআর। যাকে আমরা এনআরসি বলি : মমতা

২.২৪ তাজপুরে গভীর বন্দর হচ্ছে। তার কাজ সম্পূর্ণ হলে খড়গপুরে সেই বন্দরের অনেক কাজ হবে। খড়গপুর আর কেশিয়াড়ি কাছাকাছি। কর্মসংস্থানের দিক থেকে অনেক সুবিধা পাবেন।

২.২৩: ৫ লক্ষ নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি।

২.২৩: মডেল স্কুল , আবাসিক স্কুল করা হবে। বাড়বে শিক্ষকদের জন্য আসন সংখ্য়াও। দ্বিগুণ হবে আসন সংখ্যা। গরীবদের জন্য ২৫ লক্ষ বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি।

২.২২: আইসিডিএসকেও আমরা সাহায্য করব, বললেন মমতা

২.১৭: আশার মেয়েরা ভাল কাজ করছে। তাদের জন্য আরও ভাল কিছু করার প্রতিশ্রুতি দিলেন মমতা।

২.১৬: আগামী দিনে প্রচুর কর্মসংস্থান হবে। ডাক্তার, নার্স এবং প্যারামেডিক্যালদের জন্য আসন সংখ্যা দ্বিগুণ হবে।

২.১৫ : মেদিনীপুরে ছ’টি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হয়েছে। আরও হবে।

২.১০ : ছাত্র-ছাত্রীদের নামে মাত্র ৪ শতাংশ সুদে ক্রেডিট কার্ড। কাউকে জামিন দিতে হবে না। গ্যারেন্টার আমার সরকার।

২.০৪ : বিধবাদের প্রতিমাসে বিধবা ভাতা দেওয়ার ঘোষণা। দুয়ারে সরকারের কাছে দরখাস্ত করলেই টাকা পাওয়া যাবে।

২.০০: মহিলাদের হাত খরচের টাকা চাইতে হয়। আমরা ঠিক করেছি পরিবারের যিনি প্রধান তাঁদের ৫০০ টাকা করে দেওয়া হবে।

১.৫৮ : বিজেপি বাইরে থেকে লোক আনছে।

১.৫৫ : বাংলা বাংলায় থাকবে। কেশিয়াড়ি কেশিয়াড়িতে থাকবে। বহিরাগতরা আসবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE