Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Mamata Banerjee

Mamata Banerjee Rally: ‘আমার গাড়ির দরজা চেপে দেওয়া হয়’, বলরামপুরে ফের বললেন মমতা

গত ১০ মার্চ নন্দীগ্রামে আহত হন মমতা। তার পর এই প্রথম জেলাসফর। এর আগে ঝালদায় মমতা অভিযোগ করেন, বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে।

মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
বলরামপুর শেষ আপডেট: ১৫ মার্চ ২০২১ ১৪:৪৪
Share: Save:

ঝালদার পর এ বার পুরুলিয়ার বলরামপুরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে আহত হওয়ার পর সোমবার প্রথম জেলা সফরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝালদার সভা থেকে হুইল চেয়ারে বসেই বিজেপি-কে তীব্র আক্রমণ শানান তিনি। পাশাপাশি, তৃণমূল কর্মী-সমর্থকদেরও লড়াই করার বার্তা দেন তিনি। বলরামপুরের সভা থেকে মমতা ফের দাবি করেন, নন্দীগ্রামে তাঁর গাড়ির দরজা চেপে দেওয়া হয়েছিল।

• আমার গাড়ির দরজা চেপে দেওয়া হয়, ফের বললেন মমতা

• অনেকে ভেবেছিল আমি হয়তো বেরতে পারব না

• আমার থেকে সাধারণ মানুষের যন্ত্রণা বেশি

• আমি সাধারণ ঘরের মেয়ে, আমি স্ট্রিট ফাইটার

• তৃণমূলের কারও কাজে আঘাত পেয়ে থাকলে, আমি ক্ষমাপ্রার্থী

• আমাদের ভুল বুঝে লোকসভার মতো বিজেপি-কে ভোট দেবেন না

• ওরা প্রতিদিন বাংলার উপর হামলা চালাচ্ছে

• এক দিন পুরুলিয়ার দিকে কেউ তাকিয়েও দেখেনি

• এখন এখানে মা-বোনেরা নিরাপদে ঘোরাফেরা করেন, আর অপহরণকাণ্ড ঘটে না

• মে মাস থেকে বার্ধক্য ভাতা প্রকল্প শুরু হবে, বাজেটে বলা হয়েছে

• আগে এ সব কিছুই হয়নি

• রঘুনাথপুরে ৬৪ হাজার কোটি টাকা ব্যয়ে শিল্প তৈরি হচ্ছে

• পুরুলিয়ায় জল সরবরাহের দিকে নজর দেওয়া হয়েছে

• দেবেন মাহাতোর নামে মেডিক্যাল কলেজ তৈরি করা হয়েছে

• বিজেপি দেখাক কী করেছে, বাংলা থেকে তাদের ১৮ জন সাংসদ, তাদের অনেকে আজ বিধায়ক পদে দাঁড়িয়েছেন

• উত্তরপ্রদেশে দলিতদের উপর অত্যাচার করা হয়, সব শিল্প বন্ধ ওখানে

• ধীরে ধীরে পুরুলিয়া সারা বিশ্বে নাম করবে

• বিনা পয়সায় খআবার দিচ্ছে তৃণমূল সরকার, আর গ্যাসের দাম বাড়িয়েছে বিজেপি সরকার

• একের পর সরকারি সংস্থা বিক্রি করে দিচ্ছে সরকার

• দেশের প্রধানমন্ত্রী মিথ্যাবাদী

• এ বার থেকে ‘দুয়ারে রেশন’, রেশন ঘরে ঘরে পৌঁছে যাবে

• আগে তফসিলিদের হাতের রান্না খান। কিন্তু তা না করে ওরা হোটেল থেকে রান্না করা খাবার নিয়ে এসে প্রচার করছে

• আমরা ধর্ম নিয়ে ভাগাভাগি করি না

• আমরা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছি

• বিচার চাইবার জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে

• শাসক-শোসকের হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে

• আমি না থাকলে, বুঝতে পারবেন

• বিজেপি মিথ্যাবাদী, ওকে ভোট দেবেন না

• টাকাপয়সা দিয়ে ওরা যেন ভোট কেড়ে না নেয়

• বহিরাগত, লুঠেরাদের তাড়াতে মা-বোনেরা এগিয়ে আসুন

• বিজেপি লোকদেখানো ধর্ম করে আর গুন্ডামি করে বেড়ায়

• টাকা দিলে ভোট দেবেন না। ওই টাকা ওদের নয়, এই ভাবে টাকা দেওয়া অন্যায়

• বিজেপি থেকে সাবধান, বার্তা মমতার

• দিল্লি দখল করে দেশের সর্বনাশ করেছে বিজেপি

• দাঁড়িয়ে বক্তৃতা করতে পারলাম না বলে আমি ক্ষমাপ্রার্থী

• ছাত্রযুবদের আরও সক্রিয় হতে হবে, বার্তা মমতার

• প্রতিটি আসনে জান লড়িয়ে দিতে হবে, কর্মীদের বার্তা মমতার

• যুদ্ধ যখন হয় তখন বসে থাকলে চলবে না, বার্তা মমতার

গত ১০ মার্চ নন্দীগ্রামে আহত হন মমতা। তার পর এই প্রথম জেলাসফর। ঝালদায় মমতা বলেন অভিযোগ করেন, বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। পাশাপাশি, তৃণমূল কর্মীদের বার্তা দিয়ে তিনি বলেন, ‘‘আমি যদি ভাঙা পায়ে লড়তে পারি, তা হলে তোমরা কেন লড়তে পারবে না? অভিমান করে ঘরে বসে থাকবেন না, বিজেপি-র বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করুন’’ পাশাপাশি, বিজেপি-কে তাঁর হুঁশিয়ারি, ‘‘আমার পা ঠিকই থাকবে, কিন্তু ওঁদের নেতাদের বাংলায় পা পড়বে তো?’’

পুরুলিয়ায় ৬৪ হাজার কোটি টাকা বিনিয়োগে শিল্প গড়ে তোলার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বার্তা, ‘‘এখানে বিপুল টাকা বিনিয়োগ হবে, কারও বাইরে কাজে যাওয়ার প্রয়োজন নেই। আমি সকলকে ফিরিয়ে আনব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE