প্রাকৃতিক নিয়মে সূর্য, পৃথিবী এবং চন্দ্র এক সরলরেখায় অবস্থান করলে, পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে এবং চন্দ্রগ্রহণ হয়। এ বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হতে চলেছে আগামী ৭ সেপ্টেম্বর, রবিবার। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে এটি। ভারত থেকেও দৃশ্যমান হবে চন্দ্রগ্রহণটি। জ্যোতিষমতে, চন্দ্রদেব প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করেন। চন্দ্রদেবের রাশিচক্র পরিবর্তনের ফলে অনেক রাশির মানুষের জীবনে সুখ আশীর্বাদ হয়ে নেমে আসে।