Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Tanmay Bhat

ক্যারিমিনাটি, ভুবন বাম অতীত, ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার ‘পুরনো চাল’ তন্ময়! কত টাকার সম্পত্তি রয়েছে তাঁর?

অনেকেই জানেন ভারতের ধনী ইউটিউবার হিসাবে একসময় উঠে আসত ক্যারিমিনাটি ওরফে অজয় নাগর, গৌরব চৌধরি (টেকনিক্যাল গুরুজি) এবং ভুবন বামের মতো ইউটিউবারের নাম। তবে সে সব এখন অতীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৫:৩৮
Share: Save:
০১ ১৯
All need to know about comedian Tanmay Bhat. According to report who becomes India’s Richest YouTuber

যে কোনও সাধারণ মানুষকে তারকা তৈরি করার ক্ষমতা রয়েছে সমাজমাধ্যমের। শুধু তা-ই নয়, সমাজমাধ্যম এই তারকাদের রোজগারের সুযোগও করে দেয়। এনে দেয় প্রভাব-প্রতিপত্তি। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের কয়েক জন তারকার বার্ষিক আয় কোটি কোটি টাকা। বিশেষ করে ইউটিউবের তারকাদের আকাশছোঁয়া আয় দেখলে যে কোনও মানুষ হতবাক হয়ে যাবেন।

০২ ১৯
All need to know about comedian Tanmay Bhat. According to report who becomes India’s Richest YouTuber

সমাজমাধ্যমের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব। মজার ভিডিয়ো হোক অথবা শিক্ষামূলক ভিডিয়ো— ইউটিউব মাধ্যমে ভিডিয়ো পোস্ট করে জনপ্রিয় হয়ে উঠেছেন অনেকেই। চ্যানেলের নির্মাতারা কোটি কোটি টাকা উপার্জনও করছেন। ভারতের ধনী ইউটিউবারদের তালিকায় কে এগিয়ে? তাঁদের সম্পত্তির পরিমাণই বা কত?

০৩ ১৯
All need to know about comedian Tanmay Bhat. According to report who becomes India’s Richest YouTuber

অনেকেই জানেন ভারতের ধনী ইউটিউবার হিসাবে একসময় উঠে আসত ক্যারিমিনাটি ওরফে অজয় নাগর, গৌরব চৌধরি (টেকনিক্যাল গুরুজি) এবং ভুবন বামের মতো ইউটিউবারের নাম। তবে সে সব এখন অতীত।

০৪ ১৯
All need to know about comedian Tanmay Bhat. According to report who becomes India’s Richest YouTuber

একটি রিপোর্ট অনুযায়ী, ভারতের সবচেয়ে বিত্তশালী ইউটিউবার এখন অন্য একজন। ইউটিউবার হওয়ার পাশাপাশি তিনি একজন জনপ্রিয় কৌতুকাভিনেতাও বটে।

০৫ ১৯
All need to know about comedian Tanmay Bhat. According to report who becomes India’s Richest YouTuber

মাইজ়ার ব্লগ থেকে তথ্য নিয়ে ওয়েবসাইট টেক ইনফর্মারের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার কৌতুকাভিনেতা তথা বিষয়স্রষ্টা (কন্টেন্ট ক্রিয়েটর) তন্ময় ভট্ট।

০৬ ১৯
All need to know about comedian Tanmay Bhat. According to report who becomes India’s Richest YouTuber

ওই প্রতিবেদন অনুযায়ী, তন্ময়ের আনুমানিক মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে প্রায় ৬৬৫ কোটি টাকা— যা ক্যারিমিনাটি, সময় রায়না, ভুবন বাম এবং গৌরব চৌধরি (টেকনিক্যাল গুরুজি)-র মতো নামগুলিকে ছাড়িয়ে গিয়েছে।

০৭ ১৯
All need to know about comedian Tanmay Bhat. According to report who becomes India’s Richest YouTuber

ক্যারিমিনাটি, সময় রায়না, ভুবন বামেদের থেকে তন্ময় বয়সে বড়। দেখতে গেলে ডিজিটাল বিনোদন জগতের ‘পুরনো চাল’ তন্ময়। তাঁর সবচেয়ে ধনী ইউটিউবার হওয়ার পর বিশেষজ্ঞদের মন্তব্য, পুরনো চাল ভাতে বেড়েছে।

০৮ ১৯
All need to know about comedian Tanmay Bhat. According to report who becomes India’s Richest YouTuber

সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পর বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন যে, ভারতের ডিজিটাল তারকারা এখন কেবল খ্যাতিতে নয়, অর্থের দিক থেকেও বলিউড এবং ক্রিকেট তারকাদের সঙ্গে প্রতিযোগিতা করছেন।

০৯ ১৯
All need to know about comedian Tanmay Bhat. According to report who becomes India’s Richest YouTuber

যদিও তাঁর সবচেয়ে ধনী ইউটিউবার হওয়ার রিপোর্ট হেসে উড়িয়ে দিয়েছেন তন্ময়। প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছেন, ‘‘আমার কাছে এত টাকা থাকলে আমি ইউটিউবে মেম্বারশিপ বিক্রি করতাম না।’’

১০ ১৯
All need to know about comedian Tanmay Bhat. According to report who becomes India’s Richest YouTuber

ইউটিউব ভিডিয়ো এবং পডকাস্ট থেকে শুরু করে ব্র্যান্ড অংশীদারি এবং লাইভ ইভেন্ট— তন্ময়ের উপার্জন আসে অনেক জায়গা থেকে।

১১ ১৯
All need to know about comedian Tanmay Bhat. According to report who becomes India’s Richest YouTuber

তন্ময় ভাটের উত্থানের গল্প বেশ আকর্ষণীয়। ২০১২ সালে বেশ কয়েক জন কৌতুকাভিনেতাকে নিয়ে যৌথ উদ্যোগে ‘এআইবি’ নামে এক সংস্থা তৈরি করেন তন্ময়। কৌতুকাভিনেতাদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করত এআইবি। ইউটিউবের জন্য মজার মজার ভিডিয়োও তৈরি করত। খুব কম সময়েই বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তন্ময়েরা।

১২ ১৯
All need to know about comedian Tanmay Bhat. According to report who becomes India’s Richest YouTuber

২০১৮ সালে এআইবি ভেঙে যায়। জীবনের অন্যতম কঠিন অধ্যায় শুরু হয় তন্ময়ের। তবে ভেঙে পড়ার পরিবর্তে নিজেকে নতুন করে গড়ে তুলেছিলেন তন্ময়।

১৩ ১৯
All need to know about comedian Tanmay Bhat. According to report who becomes India’s Richest YouTuber

ইউটিউবে প্রথমে লাইভ স্ট্রিমিং এবং প্রতিক্রিয়া ভিডিয়োর মাধ্যমে নতুন করে জনপ্রিয় হয়ে ওঠেন তন্ময়। পরে পডকাস্ট শুরু করেন। ধীরে ধীরে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত হন তন্ময়। নতুন কৌতুকাভিনেতাদের সঙ্গেও বিভিন্ন শোয়ে মুখ দেখাতে শুরু করেন তিনি।

১৪ ১৯
All need to know about comedian Tanmay Bhat. According to report who becomes India’s Richest YouTuber

তীক্ষ্ণ রসবোধের জন্য পরিচিত তন্ময় ধারাভাষ্যকার এবং সঞ্চালক হিসাবেও জনপ্রিয়তা পান। এর বাইরে বিভিন্ন স্টার্টআপ সংস্থায় বিনিয়োগ শুরু করেন তিনি।

১৫ ১৯
All need to know about comedian Tanmay Bhat. According to report who becomes India’s Richest YouTuber

সব মিলিয়ে তন্ময়ের আয় এখন কোটিতে। প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে তিনিই ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার। তন্ময়ের পর ওই তালিকায় রয়েছেন গৌরব চৌধরি (৩৫৬ কোটি টাকা) এবং সময় রায়না (১৪০ কোটি টাকা)।

১৬ ১৯
All need to know about comedian Tanmay Bhat. According to report who becomes India’s Richest YouTuber

এর পর রয়েছে ক্যারিমিনাটি (১৩১ কোটি টাকা) এবং ভুবন বাম (১২২ কোটি)-এর নাম। তালিকায় এর পরে অমিত ভড়ানা, ধ্রুব রাঠি, রণবীর ইলাহাবাদিয়া ওরফে বিয়ারবাইসেপস (৫৮ কোটি টাকা) এবং সৌরভ জোশী (৫০ কোটি টাকা)-র নাম রয়েছে।

১৭ ১৯
All need to know about comedian Tanmay Bhat. According to report who becomes India’s Richest YouTuber

এ থেকেই স্পষ্ট যে ইউটিউব আর কেবল একটি ভিডিয়ো-শেয়ারিং প্ল্যাটফর্ম নয়। এটি একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক প্ল্যাটফর্ম। স্পনসরশিপ থেকে শুরু করে পণ্যের বিজ্ঞাপন— ইউটিউব থেকে ভিন্ন ভিন্ন উপায়ে আয় করেন বিষয়স্রষ্টারা।

১৮ ১৯
All need to know about comedian Tanmay Bhat. According to report who becomes India’s Richest YouTuber

ভারতের প্রভাবশালী বাজার ২০২৬ সালের মধ্যে ৩,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। জেন জ়িদের মধ্যেও ইউটিউবার হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। সেই জেন জ়িদের কাছেই অন্যতম অনুপ্রেরণা তন্ময়।

১৯ ১৯
All need to know about comedian Tanmay Bhat. According to report who becomes India’s Richest YouTuber

তন্ময় ছিলেন স্থূল চেহারার। এর জন্য অনেক কটাক্ষও শুনতে হয়েছে তাঁকে। বছরখানেক আগে ওজন কমিয়ে ছিপছিপে হয়েও নজর কেড়েছিলেন ইউটিউবার।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy