Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Iranian Black Widow

সম্পত্তির লোভে ২২ বছরে অন্তত ১১ স্বামীকে খুন! বিষ খাইয়ে মারতেন একে একে, ভয় ধরাবে ‘কৃষ্ণ বিধবা’র কাহিনি

পুলিশের অনুমান, ২২ বছরে ১১ জন স্বামীকে হত্যা করেছিলেন কুলথুম। কুলথুমের খুনের পদ্ধতি এবং দীর্ঘ সময় ধরে সংঘটিত অপরাধের কারণে তাঁকে ইরানের ‘ব্ল্যাক উইডো’ বা ‘কৃষ্ণ বিধবা’ নাম দেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ১৩:৫৬
Share: Save:
০১ ১৪
All need to know about Iranian Black Widow serial killer Kulthum Akbari

সম্পত্তির লোভে ২২ বছর ধরে বিষ, ওষুধ, মাদক খাইয়ে খুন ১১ জন স্বামীকে! ইরানের সেই ‘ব্ল্যাক উইডো’ তথা সিরিয়াল কিলার কুলথুম আকবরির ফাঁসির দাবিতে হইচই সে দেশ জুড়ে।

০২ ১৪
All need to know about Iranian Black Widow serial killer Kulthum Akbari

৫৬ বছর বয়সি কুলথুমের বিরুদ্ধে ২২ বছর ধরে অন্ততপক্ষে ১১ জন স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যার অভিযোগ উঠেছে। অভিযোগ, বিষ বা মাদকজাতীয় পদার্থ খাইয়ে স্বামীদের খুন করেছেন তিনি।

০৩ ১৪
All need to know about Iranian Black Widow serial killer Kulthum Akbari

কুলথুমের এই হত্যালীলা নাকি শুরু হয়েছিল ২০০০ সালে। ধরা পড়েন ২০২৩-এ। অভিযোগ, অকৃতদার বা বিপত্নীক বিত্তশালী বৃদ্ধদের খুঁজে খুঁজে বার করতেন কুলথুম। তাঁদের অসহায়তার সুযোগ নিয়ে বিয়েও করতেন।

০৪ ১৪
All need to know about Iranian Black Widow serial killer Kulthum Akbari

বিত্তশালী বৃদ্ধদের বিয়ে করার নেপথ্যে মূল কারণ ছিল, তাঁদের সম্পত্তি। ভুলিয়ে-ভালিয়ে সম্পত্তি নিজের নামে করেই স্বামীদের খুন করতেন কুলথুম। হয় স্বামীদের বিষ খাইয়ে একেবারে খতম করতেন, নয়তো দীর্ঘ দিন ধরে ভুল ওষুধ বা মাদক খাইয়ে তিলে তিলে মারতেন। অভিযোগ তেমনটাই।

০৫ ১৪
All need to know about Iranian Black Widow serial killer Kulthum Akbari

অভিযোগ, দীর্ঘ দিন ধরে পরিকল্পিত ভাবে বৃদ্ধ স্বামীদের বিষাক্ত ওষুধ, মাদক এবং বিষমদ খাওয়াতেন কুলথুম। স্বাভাবিক ভাবেই বৃদ্ধদের অশক্ত শরীরে ওই সব বিষাক্ত পদার্থের প্রভাব পড়ত তাড়াতাড়ি। হৃদ্‌রোগ বা অন্য শারীরিক সমস্যার কারণে মৃত্যু হত তাঁদের। বৃদ্ধদের পরিবারের মনে হত স্বাভাবিক ভাবেই মৃত্যু হয়েছে।

০৬ ১৪
All need to know about Iranian Black Widow serial killer Kulthum Akbari

স্বামীর মৃত্যুর পর তাঁর সম্পত্তি কায়দা করে নিজের নামে করতেন কুলথুম। মাঝেমধ্যে সম্পত্তির হস্তান্তর মৃত্যুর আগেই হয়ে যেত। স্বামীর মৃত্যুর পর সম্পত্তি হাতিয়ে কুলথুম বেরিয়ে পড়তেন নতুন শিকারের খোঁজে।

০৭ ১৪
All need to know about Iranian Black Widow serial killer Kulthum Akbari

পুলিশের অনুমান, ২২ বছরে ১১ জন স্বামীকে হত্যা করেছিলেন কুলথুম। যদিও সঠিক সংখ্যা আরও বেশি বলেই মত অনেকের। কুলথুমের খুনের পদ্ধতি এবং দীর্ঘ সময় ধরে সংঘটিত অপরাধের কারণে তাঁকে ইরানের ‘ব্ল্যাক উইডো’ বা ‘কৃষ্ণ বিধবা’ নাম দেওয়া হয়েছে।

০৮ ১৪
All need to know about Iranian Black Widow serial killer Kulthum Akbari

২০২৩ সালে শেষ স্বামী গোলামরেজা বাবাইয়ের সন্দেহজনক মৃত্যুর পর কুলথুমের কুকীর্তি প্রকাশ্যে আসে। গোলামরেজার পুত্রের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

০৯ ১৪
All need to know about Iranian Black Widow serial killer Kulthum Akbari

পুলিশ তদন্তে নামার পর জানা যায়, আগেও একাধিক স্বামীকে বিষ খাইয়ে মেরেছেন কুলথুম। তবে ২০২০ সালে বিষ খাইয়ে মারার চেষ্টা করলেও কুলথুমের এক স্বামী বেঁচে গিয়েছিলেন। তাঁরও খোঁজ পায় পুলিশ। জিজ্ঞাসাবাদও করা হয়।

১০ ১৪
All need to know about Iranian Black Widow serial killer Kulthum Akbari

এর পরেই পুলিশের জালে ধরা পড়েন কুলথুম। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় চাপের মুখে পড়ে অপরাধ স্বীকারও করেন তিনি। এ-ও ইঙ্গিত দেন, তাঁর হাতে খুন হওয়া স্বামীর সংখ্যা ১১-র বেশিও হতে পারে।

১১ ১৪
All need to know about Iranian Black Widow serial killer Kulthum Akbari

কুলথুমের বিষয়টি প্রকাশ্যে আসার পর কেবল নিহতদের পরিবার নয়, ইরানের জনসাধারণও হতবাক হয়ে গিয়েছিল। ২০২৩ সালে গ্রেফতার হন কুলথুম। তার পর থেকে তাঁর বিরুদ্ধে মামলা চলছে।

১২ ১৪
All need to know about Iranian Black Widow serial killer Kulthum Akbari

সম্প্রতি কুলথুমের ফাঁসির দাবিতে উত্তাল হয় ইরান। আদালতে আইনজীবীরা কুলথুমের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলে তাঁর মানসিক সুস্থতা পরীক্ষা করে দেখার আবেদন জানান। যদিও মৃতদের পরিবার এই দাবির তীব্র বিরোধিতা করে।

১৩ ১৪
All need to know about Iranian Black Widow serial killer Kulthum Akbari

মৃতদের পরিবারের দাবি, কোনও মানসিক রোগ নেই কুলথুমের। সম্পত্তির লোভে ঠান্ডা মাথায় স্বামীদের খুন করেছেন তিনি। কুলথুমের মৃত্যুদণ্ডের দাবিও তোলে তারা।

১৪ ১৪
All need to know about Iranian Black Widow serial killer Kulthum Akbari

ইরানের জনসাধারণের একাংশও কুলথুমের মৃত্যুর দাবিতে সরব হয়েছেন। যদিও ‘ব্ল্যাক উইডো’র বিরুদ্ধে চলা মামলার নিষ্পত্তি এখনও হয়নি। রায় ঘোষণা এখনও বাকি। তবে শীঘ্রই সেই রায় ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy