Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Hardik Pandya Relation

নামী মডেল, অনুসরণ করেন তারকারা, যোগব্যায়ামেও পটু! নাতাশা, জেসমিনের পর কি হার্দিকের ‘লেডি লাভ’ মাহিকা?

পুরো বিষয়টি রয়েছে গুজব এবং জল্পনার স্তরেই। মাহিকা বা হার্দিক— দু’জনের কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তাঁরা যে প্রেম করছেন, তেমনটা নিশ্চিত করেননি দু’জনের প্রিয়জনেরাও।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৩
Share: Save:
০১ ১৯
All need to know about Mahieka Sharma, Hardik Pandya’s new rumoured girlfriend

ব্যক্তিগত জীবনের কারণে বার বার শিরোনামে উঠে এসেছেন তিনি। প্রাক্তন স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাঁর সঙ্গে জড়িয়েছিল ব্রিটিশ গায়িকা জেসমিন ওয়ালিয়ার নাম। সম্প্রতি শোনা যাচ্ছিল, সেই জেসমিনের সঙ্গেও নাকি সম্পর্ক ছিন্ন হয়েছে তাঁর। এ বার আবার শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ড্যের জীবনে নাকি নতুন করে প্রেমের অধ্যায় শুরু হয়েছে। অন্তত তেমনটাই মনে করছেন ভারতীয় ক্রিকেটারের ভক্তকুলের একাংশ। ফলে আবার চর্চায় হার্দিক এবং তাঁর ব্যক্তিগত জীবন।

০২ ১৯
All need to know about Mahieka Sharma, Hardik Pandya’s new rumoured girlfriend

জল্পনা, জনপ্রিয় মডেল তথা অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হার্দিক। সম্প্রতি সমাজমাধ্যমে মাহিকার একটি নিজস্বী (সেলফি) ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই নিজস্বীতে মাহিকার পিছনে দেখা যাচ্ছে এক পুরুষ অবয়ব।

০৩ ১৯
All need to know about Mahieka Sharma, Hardik Pandya’s new rumoured girlfriend

সেই ভিডিয়োকে কেন্দ্র করেই জল্পনা তৈরি হয়েছে। অনেকে দাবি করেছেন, ওই ভিডিয়োয় যাঁকে দেখা যাচ্ছে, তিনি ভারতীয় তারকা ক্রিকেটার হার্দিক।

০৪ ১৯
All need to know about Mahieka Sharma, Hardik Pandya’s new rumoured girlfriend

হার্দিক এবং মাহিকা— দু’জনেই একে অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করার কারণে জল্পনার পালে হাওয়া লেগেছে। এ মাসের শুরুতে গুজরাতের বডোদরা থেকে একটি ছবি পোস্ট করেছিলেন মাহিকা। অনেকের দাবি, হার্দিকের বাড়ি গিয়েছিলেন মডেল।

০৫ ১৯
All need to know about Mahieka Sharma, Hardik Pandya’s new rumoured girlfriend

তবে পুরো বিষয়টি রয়েছে গুজব এবং জল্পনার স্তরেই। মাহিকা বা হার্দিক— দু’জনের কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তাঁরা যে প্রেম করছেন, তেমনটা নিশ্চিত করেননি দু’জনের প্রিয়জনেরাও।

০৬ ১৯
All need to know about Mahieka Sharma, Hardik Pandya’s new rumoured girlfriend

সেই আবহে প্রশ্ন উঠেছে কে এই মাহিকা? মডেল-অভিনেত্রীকে নিয়ে কৌতূহলী হয়ে উঠেছে নেটপাড়া। খোঁজ খোঁজ রব উঠেছে নেটাগরিকদের মধ্যে।

০৭ ১৯
All need to know about Mahieka Sharma, Hardik Pandya’s new rumoured girlfriend

মাহিকা একজন জনপ্রিয় মডেল। উদীয়মান তারকাদের তালিকাতেও তাঁকে রাখেন কেউ কেউ। মডেল হিসাবে মণীশ মলহোত্রা, অনিতা ডোঙ্গরে এবং তরুণ তাহিলিয়ানীর মতো দেশের শীর্ষ ডিজ়াইনারদের জন্য র‌্যাম্পে হেঁটেছেন মাহিকা। মিউজ়িক ভিডিয়ো এবং স্বল্পদৈর্ঘ্যের ছবিতেও অভিনয় করেছেন।

০৮ ১৯
All need to know about Mahieka Sharma, Hardik Pandya’s new rumoured girlfriend

মডেল হিসাবে একাধিক শীর্ষস্থানীয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন মাহিকা। ফ্যাশন জগতের উদীয়মান তারকা হিসাবে জনপ্রিয় ফ্যাশন পত্রিকাগুলিতেও বার বার উঠে এসেছে তাঁর নাম।

০৯ ১৯
All need to know about Mahieka Sharma, Hardik Pandya’s new rumoured girlfriend

২০২৪ সালে ‘ইন্ডিয়ান ফ্যাশন অ্যাওয়ার্ডস’-এ ‘মডেল অফ দ্য ইয়ার’ বা বর্ষসেরা মডেলের তকমা জিতেছিলেন মাহিকা।

১০ ১৯
All need to know about Mahieka Sharma, Hardik Pandya’s new rumoured girlfriend

জানা গিয়েছে, মাহিকা তাঁর স্কুলের পড়াশোনা শেষ করেছেন নয়াদিল্লির নেভি চিলড্রেন স্কুল থেকে। এর পর আমেরিকার মেরিল্যান্ড থেকে কমিউনিটি সাইকোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে অর্থনীতি এবং অর্থ বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন গুজরাতের গান্ধীনগরের পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয় থেকে।

১১ ১৯
All need to know about Mahieka Sharma, Hardik Pandya’s new rumoured girlfriend

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, মাহিকার বাবা-মা নাকি চাইতেন যে মেয়ে চিকিৎসক বা ইঞ্জিনিয়ার হন। কিন্তু মাহিকা তেমনটা চাইতেন না। প্রথম থেকেই তাঁর ইচ্ছা ছিল ক্যামেরার সামনে কাজ করার।

১২ ১৯
All need to know about Mahieka Sharma, Hardik Pandya’s new rumoured girlfriend

কলেজে পড়ার সময় থেকেই গুজরাত এবং দিল্লির স্থানীয় মডেলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শুরু করেছিলেন মাহিকা। ধীরে ধীরে সমাজমাধ্যমে তাঁর উপস্থিতি এবং জনপ্রিয়তা বৃদ্ধি পেতে শুরু করে। মডেল হিসাবে কাজ করার সুযোগও আসতে থাকে বিভিন্ন জায়গা থেকে।

১৩ ১৯
All need to know about Mahieka Sharma, Hardik Pandya’s new rumoured girlfriend

মডেলিং জগতে পেশাদার হিসাবেও নাম রয়েছে মাহিকার। ২০২৪ সালে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে রূপটান সংক্রান্ত অ্যালার্জির কারণে তাঁর চোখে সংক্রমণ হয়েছিল। চোখে অস্বস্তি এবং জ্বালা থাকা সত্ত্বেও র‍্যাম্পে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। শোনা যায়, অন্য একটি শো চলাকালীনও গোড়ালিতে চোট পেয়েছিলেন মাহিকা। কিন্তু তা সত্ত্বেও র‌্যাম্পে হাঁটা থামাননি তিনি।

১৪ ১৯
All need to know about Mahieka Sharma, Hardik Pandya’s new rumoured girlfriend

মডেলিংয়ের পাশাপাশি শরীরচর্চা নিয়েও যথেষ্ট আগ্রহী মাহিকা। কলেজের গণ্ডি পেরিয়ে যোগব্যায়ামের প্রশিক্ষণ নেন তিনি।

১৫ ১৯
All need to know about Mahieka Sharma, Hardik Pandya’s new rumoured girlfriend

ইনস্টাগ্রাম অনুসারে, মাহিকার বয়স ২৪ বছর। ২০২৩ সালে, তিনি তাঁর ২২তম জন্মদিন উদ্‌যাপনের ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছিলেন। সেই হিসাবেও তাঁর বয়স এখন ২৪ হওয়ার কথা।

১৬ ১৯
All need to know about Mahieka Sharma, Hardik Pandya’s new rumoured girlfriend

সমাজমাধ্যমে মাহিকা যথেষ্ট সক্রিয়। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা বহু। নিজের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিয়ো পোস্ট করেন তিনি। বেশ কয়েক জন তারকাও তাঁর অনুগামীর তালিকায় রয়েছেন। সেই মাহিকার সঙ্গেই এ বার নাম জড়িয়েছে হার্দিকের।

১৭ ১৯
All need to know about Mahieka Sharma, Hardik Pandya’s new rumoured girlfriend

একেবারে প্রথম থেকেই ভারতীয় ক্রিকেটারের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। প্রাক্তন স্ত্রী নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর গত কয়েক মাসে হার্দিকের সঙ্গে জড়িয়েছিল ব্রিটিশ গায়িকা জেসমিনের নাম।

১৮ ১৯
All need to know about Mahieka Sharma, Hardik Pandya’s new rumoured girlfriend

চলতি বছর দুবাইয়ে ভারত-পাক ম্যাচে হার্দিকের খেলা দেখে গ্যালারি থেকে তিনি বার বার ছুড়ে দিয়েছিলেন চুমু, যা ধরা পড়েছিল ক্যামেরায়। হার্দিক যেখানেই যাচ্ছিলেন, সঙ্গে ছিলেন জেসমিন। গ্রিসে ছুটি কাটাতেও গিয়েছিলেন একান্তে। প্রায় এক বছর একে অপরের সঙ্গেই ছিলেন। কিন্তু হঠাৎই নাকি ছন্দপতন হয়।

১৯ ১৯
All need to know about Mahieka Sharma, Hardik Pandya’s new rumoured girlfriend

এর পর শোনা যাচ্ছিল, হার্দিকের নাকি অভিনেত্রী ইশা গুপ্তের সঙ্গেও মেলামেশা বেড়েছে। তার পরই জেসমিনের সঙ্গে দূরত্বের কানাঘুষো তৈরি হয়। ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করা বন্ধ করে দেন তাঁরা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy