রবিবার হঠাৎই এই দুঃসংবাদ দেন খোদ সাইনা। বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছেন ইনস্টাগ্রামে। বিবাহবিচ্ছেদের খবর জানিয়ে সাইনা লেখেন, “মাঝে মাঝে জীবন আমাদের ভিন্ন পথে নিয়ে যায়। অনেক কিছু ভেবে পরুপল্লী কশ্যপ এবং আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। নিজেদের জন্য এবং পরস্পরের জন্য আমরা শান্তি, বৃদ্ধি এবং নিরাময়কে বেছে নিয়েছি।’’