কাজ শুরু করেছিলেন মাত্র ৪ বছর বয়সে। একসময় বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিশু তারকা ছিলেন তিনি। অভিনয় করেছিলেন রাজ কপূর, আশা পারেখ থেকে বলিউডের বহু বৈগ্রহিক অভিনেতার সঙ্গে। কিন্তু তাঁর জীবন ছিল কণ্টকময়। জন্মদাত্রী মায়ের হাতেও অত্যাচারিত হতে হয়েছিল তাঁকে। ৫১ বছর বয়সে যখন তিনি মারা যান, তখন বলিউডের কেউ তাঁর শেষকৃত্যে যোগ দেননি।