Advertisement
১৯ ডিসেম্বর ২০২৫
Ethiopian Calendar

আদতেই ১৩ মাসে বছর হয়, মানে না অন্য দেশের ক্যালেন্ডার! এ বছর ২০১৮-র নববর্ষ উদ্‌যাপন করল পূর্ব আফ্রিকার দেশ

বহুল ব্যবহৃত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বিপরীতে, ইথিয়োপিয়ান ক্যালেন্ডার ব্যবহার করা হয় এই দেশে। সেই ক্যালেন্ডার অনুযায়ী ১৩ মাসে বছর হওয়ায় দেশটি বিশ্বের বাকি অংশের থেকে সাত থেকে আট বছর পিছিয়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:০১
Share: Save:
০১ ১৮
All need to know about this East African country just celebrating their 2018

প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আধুনিক— দিন, তারিখ, মাস, বছরের হিসাব রাখার জন্য ভরসা ক্যালেন্ডারই। বদল এসেছে শুধু প্রযুক্তিতে। কাগজের ক্যালেন্ডারকে সরিয়ে এসেছে আধুনিক ডিজিটাল ক্যালেন্ডার।

০২ ১৮
All need to know about this East African country just celebrating their 2018

বিশ্বের বেশির ভাগ দেশই দিন, তারিখ, মাস, বছরের হিসাব রাখতে ১৫৮২ সালে প্রবর্তিত গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে। সেই ক্যালেন্ডার অনুযায়ী মানুষ বর্তমানে ২০২৫ সালের শেষের দিকে বাস করছে।

০৩ ১৮
All need to know about this East African country just celebrating their 2018

তবে পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে, যারা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে না। অনুসরণ করে অন্য একটি ক্যালেন্ডার। যে ক্যালেন্ডারে বছর হয় ১৩ মাসে।

০৪ ১৮
All need to know about this East African country just celebrating their 2018

দেশটির নাম ইথিয়োপিয়া। পূর্ব আফ্রিকার দেশটি এই সবে ২০১৮ সালে প্রবেশ করেছে। সেখানে চলছে নববর্ষ উদ্‌যাপন।

০৫ ১৮
All need to know about this East African country just celebrating their 2018

বহুল ব্যবহৃত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বিপরীতে, ইথিয়োপিয়ান ক্যালেন্ডার ব্যবহার করা হয় ইথিয়োপিয়ায়। সেই ক্যালেন্ডার অনুযায়ী ১৩ মাসে বছর হওয়ায় দেশটি বিশ্বের বাকি অংশের থেকে সাত থেকে আট বছর পিছিয়ে।

০৬ ১৮
All need to know about this East African country just celebrating their 2018

কিন্তু কেন এমন রীতি? সাত বছরের ব্যবধানের মূল কারণ হল ইথিয়োপিয়ায় যিশু খ্রিস্টের জন্ম বছর ভিন্ন ভাবে গণনা করা। ৫০০ খ্রিস্টাব্দে ক্যাথলিক গির্জা যখন গণনা সংশোধন করে, তখন ইথিয়োপীয় গির্জা তা করেনি। রোমান গির্জা তার ক্যালেন্ডার পরিবর্তন করে গ্রেগরিয়ান পদ্ধতিতে পরিণত করার সিদ্ধান্ত নেয়।

০৭ ১৮
All need to know about this East African country just celebrating their 2018

যদিও ইথিয়োপিয়া কখনওই এই পরিবর্তন গ্রহণ করেনি। প্রাচীন ক্যালেন্ডার ব্যবস্থার প্রতিই অনুগত থেকে গিয়েছিল তারা।

০৮ ১৮
All need to know about this East African country just celebrating their 2018

ইথিওপিয়ান ক্যালেন্ডারে প্রথম ১২ মাসে ৩০ দিন করে থাকে। ১৩তম মাস, যাকে ‘প্যাগুমে’ বলা হয়, সেই মাসে থাকে ৫ দিন। লিপ ইয়ারে ৬ দিন।

০৯ ১৮
All need to know about this East African country just celebrating their 2018

এই অতিরিক্ত মাসের কারণে, ইথিয়োপিয়াকে ‘১৩ মাস সূর্যালোকের দেশ’ বলা হয়।

১০ ১৮
All need to know about this East African country just celebrating their 2018

ইথিয়োপিয়ার বাসিন্দারা তাদের নববর্ষ পালন করে ১১ সেপ্টেম্বর। লিপ ইয়ারে উদ্‌যাপনের দিন হয় ১২ সেপ্টেম্বর। অন্য দিকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, নতুন বছর শুরু হয় ১ জানুয়ারি থেকে।

১১ ১৮
All need to know about this East African country just celebrating their 2018

বিশ্বের বাকি দেশগুলি যেখানে ২০০০ সালে নতুন সহস্রাব্দ উদ্‌যাপন করেছিল, ইথিওপিয়া ২০০০ সালে প্রবেশ করে ২০০৭ সালের ১১ সেপ্টেম্বর (গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী)।

১২ ১৮
All need to know about this East African country just celebrating their 2018

ইথিয়োপিয়ার মানুষেরা নববর্ষকে বলে ‘এনকুটাতাশ’। আদে আবাবা ফুল, আনন্দ নৃত্য, ঐতিহ্যবাহী আবেবায়েহোশ গান এবং পরিবার পরিজনদের নিয়ে ‘এনকুটাতাশ’ উদ্‌যাপন করেন ইথিয়োপিয়ার মানুষ।

১৩ ১৮
All need to know about this East African country just celebrating their 2018

আদে আবাবা এক ধরনের হলুদ ফুল। ইথিয়োপিয়ার মানুষের কাছে এই ফুল আশা এবং পুনর্জন্মের প্রতীক। উপহার হিসাবে এই ফুল প্রিয়জনদের দেন ইথিয়োপিয়ানরা। ঘরবাড়ি এবং গির্জা সাজাতেও ব্যবহৃত হয় ফুলটি।

১৪ ১৮
All need to know about this East African country just celebrating their 2018

আবেবায়েহোশ গান হল ইথিয়োপিয়ার ঐতিহ্যবাহী গান। সাদা পোশাক পরে ইথিয়োপিয়ান তরুণীরা দল বেধে নববর্ষের দিন ঘরে ঘরে গিয়ে এই গান পরিবেশন করেন।

১৫ ১৮
All need to know about this East African country just celebrating their 2018

নববর্ষের ভূরিভোজে যে খানাপিনার আয়োজন করা হয়, তার মধ্যে থাকে ভেড়া, মুরগি থেকে শুরু করে ডোরো ওয়াট এবং ইনজেরার মতো ইথিয়োপিয়ার জনপ্রিয় খাবারগুলি। নববর্ষের সন্ধ্যাবেলা ইথিয়োপিয়ার মানুষেরা উদ্‌যাপন করেন নেচে নেচে।

১৬ ১৮
All need to know about this East African country just celebrating their 2018

উল্লেখ্য, ভিন্ন ক্যালেন্ডার ব্যবহারের কারণে ইথিয়োপিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ছুটির দিন এবং উৎসব এমন তারিখে পালিত হয় যা বাকি দেশগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

১৭ ১৮
All need to know about this East African country just celebrating their 2018

ক্যালেন্ডারের পার্থক্য সত্ত্বেও ইথিয়োপিয়ার মানুষদের বহির্বিশ্বে বেরোতে কোনও অসুবিধা হয় না। কারণ, তাঁরা দুই রকম ক্যালেন্ডারের সঙ্গেই মানিয়ে নিয়েছেন।

১৮ ১৮
All need to know about this East African country just celebrating their 2018

আন্তর্জাতিক যোগাযোগ এবং ভ্রমণের ক্ষেত্রে গ্রেগরিয়ান ক্যালেন্ডারেরই হিসাব রাখেন ইথিয়োপিয়ার নাগরিকেরা। তবে স্থানীয় ইথিয়োপিয়ান ক্যালেন্ডার সে দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং জাতীয় পরিচয়ের একটি অপরিহার্য অংশ হিসেবে থেকে গিয়েছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy