Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Stefanie Pieper

ডাকসাইটে সুন্দরী নেটপ্রভাবী, অনুরাগী লক্ষ লক্ষ, নিখোঁজ হন হোয়াট্‌সঅ্যাপে রহস্যবার্তা দিয়ে! এক সপ্তাহ পর প্রকাশ্যে ভয়ঙ্কর সত্য

স্টেফানি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইতিমধ্যেই অস্ট্রিয়া জুড়ে হইচই পড়েছে। কিন্তু কে ছিলেন স্টেফানি?

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৩:১৪
Share: Save:
০১ ১৬
Stefanie Pieper

এক সপ্তাহ নিখোঁজ ছিলেন। তদন্ত শুরু হতেই খুনের কথা স্বীকার করেন প্রাক্তন প্রেমিক। এ বার জঙ্গলে একটি স্যুটকেসের মধ্যে থেকে উদ্ধার হল অস্ট্রিয়ার সুন্দরী নেটপ্রভাবী স্টেফানি পিপেয়্যারের মৃতদেহ।

০২ ১৬
Stefanie Pieper

এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন স্টেফানি। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর খোঁজ শুরু করে অস্ট্রিয়ার পুলিশ। তদন্তে নেমে আটক করা হয় স্টেফানির প্রাক্তন প্রেমিককে।

০৩ ১৬
Stefanie Pieper

জেরার মুখে স্টেফানিকে খুনের কথা স্বীকার করেন তাঁর প্রেমিক। জানান, জঙ্গলে রয়েছে স্টেফানির মৃতদেহ। সেই সূত্র ধরে শুক্রবার স্লোভেনিয়ার জঙ্গলে নেটপ্রভাবীর মৃতদেহ উদ্ধার হয়। একটি পরিত্যক্ত স্যুটকেসের ভিতর থেকে পাওয়া যায় স্টেফানির তালগোল পাকানো পচন ধরা দেহ।

০৪ ১৬
Stefanie Pieper

অস্ট্রিয়ান সংবাদপত্র ‘ক্রোনেন জ়াইটুং’-এর প্রতিবেদন অনুয়ায়ী, ৩১ বছর বয়সি সুন্দরী নেটপ্রভাবীর প্রাক্তন প্রেমিক পুলিশকে জানিয়েছেন যে, শ্বাসরোধ করে স্টেফানিকে খুন করেন তিনি। এর পর দেহ একটি স্যুটকেসে ভরে ফেলে দিয়ে আসেন স্লোভেনিয়ার ঘন জঙ্গলে।

০৫ ১৬
Stefanie Pieper

স্টেফানি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইতিমধ্যেই অস্ট্রিয়া জুড়ে হইচই পড়েছে। কিন্তু কে ছিলেন স্টেফানি?

০৬ ১৬
Stefanie Pieper

স্টেফানির বাড়ি অস্ট্রিয়ার গ্রাৎজ়ে। গত কয়েক বছরের চেষ্টায় নিজেকে অস্ট্রিয়ার অন্যতম নেটপ্রভাবী হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন তিনি। জীবনধারা, সৌন্দর্য এবং ফ্যাশন সম্পর্কিত বিষয়বস্তু পোস্ট করতেন নিয়মিত। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ছিল প্রায় পাঁচ লক্ষ।

০৭ ১৬
Stefanie Pieper

স্টেফানির অনেক পোস্ট ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। বিভিন্ন নামীদামি প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করেছিলেন তিনি। স্টেফানি পড়াশোনা করেছিলেন আইন নিয়ে। সঙ্গীতেও কেরিয়ার গড়তে শুরু করেছিলেন সম্প্রতি।

০৮ ১৬
Stefanie Pieper

সম্প্রতি একটি ফোটোশুটের জন্য এক জায়গায় যাওয়ার কথা ছিল স্টেফানির। কিন্তু অনেক চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এর পর আত্মীয়স্বজন এবং বন্ধুরা তাঁর নিখোঁজ হওয়ার বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন।

০৯ ১৬
Stefanie Pieper

স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ নভেম্বর রাতে একটি পার্টিতে স্টেফানির সঙ্গে শেষ বার দেখা হয়েছিল তাঁর বন্ধুদের। সেখান থেকে বাড়ি ফিরে বন্ধুদের হোয়াট্‌সঅ্যাপে একটি মেসেজ পাঠিয়েছিলেন তিনি।

১০ ১৬
Stefanie Pieper

সেই মেসেজে স্টেফানি জানিয়েছিলেন যে, তিনি বাড়িতে পৌঁছেছেন। কিন্তু রাস্তায় কেউ তাকে অনুসরণ করছিল। বাড়ির সিঁড়ির নীচে কেউ লুকিয়ে রয়েছে বলেও ওই মেসেজে তিনি জানিয়েছিলেন। এর পর থেকে স্টেফানির আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

১১ ১৬
Stefanie Pieper

অন্য দিকে, স্টেফানির প্রতিবেশীরা জানিয়েছেন যে, ওই রাতে নেটপ্রভাবীর বাড়ি থেকে তর্কাতর্কির আওয়াজ শুনতে পেয়েছিলেন তাঁরা। সেখানে স্টেফানির প্রাক্তন প্রেমিককেও দেখেছেন বলে দাবি করেন প্রতিবেশীদের একাংশ।

১২ ১৬
Stefanie Pieper

এর পরেই স্টেফানির খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। খোঁজ শুরু হয় তাঁর প্রাক্তন প্রেমিকেরও। স্টেফানি নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পরে তাঁর প্রাক্তন প্রেমিককে গ্রেফতার করে পুলিশ।

১৩ ১৬
Stefanie Pieper

স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রিয়ান সীমান্তের কাছে একটি ক্যাসিনোয় গাড়িতে আগুন লাগানোর ঘটনায় গ্রেফতার করা হয় স্টেফানির প্রাক্তন প্রেমিককে। গ্রেফতারির পর পুলিশি জেরার মুখে নেটপ্রভাবীকে খুনের কথা স্বীকার করেন তিনি।

১৪ ১৬
Stefanie Pieper

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্টেফানির প্রাক্তন প্রেমিক পুলিশকে জানান যে, নেটপ্রভাবীকে শ্বাসরোধ করে খুন করেন তিনি। এর পর মৃতদেহ একটি স্যুটকেসের ভিতরে লুকিয়ে রাখেন। পরে সেই স্যুটকেস নিয়ে গিয়ে পুঁতে আসেন স্লোভেনিয়ার একটি জঙ্গলে।

১৫ ১৬
All you need to know about Stefanie Pieper, a 31-year-old Austrian influencer tragically found dead buried in a forest of Slovenia

খুনের কথা স্বীকার করার পর পুলিশকে অপরাধস্থলেও নিয়ে যান স্টেফানির প্রাক্তন প্রেমিক। স্লোভেনিয়ার জঙ্গল থেকে উদ্ধার হয় স্টেফানির মৃতদেহ। নেটপ্রভাবীর দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

১৬ ১৬
All you need to know about Stefanie Pieper, a 31-year-old Austrian influencer tragically found dead buried in a forest of Slovenia

অস্ট্রিয়ার স্টাইরিয়া স্টেটের পুলিশ জানিয়েছে, স্টেফানি হত্যামামলায় অভিযুক্ত প্রাক্তন প্রেমিকের সঙ্গে তাঁর ভাই এবং সৎবাবাকেও গ্রেফতার করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে তিন জনের বিরুদ্ধে। ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ বিস্তারিত ভাবে তদন্ত শুরু করেছে বলেও জানা গিয়েছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy