‘ক্যাঙারু-রাষ্ট্রে’র দুয়ারে বিপদ! চৌকাঠের বাইরে দাঁড়িয়ে গরম নিঃশ্বাস ফেলছে ড্রাগন। শুধু তা-ই নয়, তাঁর ‘দৌরাত্ম্যে’ ভয়ে কাঁটা হয়ে আছে দক্ষিণ গোলার্ধের সমগ্র ‘দ্বীপ-মহাদেশ’। সম্প্রতি, সামুরাই-যোদ্ধাদের সঙ্গে সংঘাতে জড়ায় চিন, যার জেরে তৈরি হয় যুদ্ধ পরিস্থিতি। সেই রেশ কাটতে না কাটতেই এ বার ক্যাঙারুভূমিকে নিশানা করল ড্রাগনের নৌবাহিনী। ফলে দূর প্রাচ্য ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকার পরিস্থিতি যে ক্রমশ জটিল হচ্ছে, তা বলাই বাহুল্য।
চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে উপগ্রহভিত্তিক ছবি প্রকাশ্যে এনে গণপ্রজাতন্ত্রী চিনকে (পড়ুন পিপল্স রিপাবলিক অফ চায়না) নিয়ে অস্ট্রেলিয়াকে সতর্ক করে ‘ভ্যান্টর’ নামের যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা। তাদের দাবি, বেপরোয়া ভাবে ফিলিপিন্স সাগরের মধ্য দিয়ে ‘ক্যাঙারু রাষ্ট্র’-এর উত্তর দিকে অগ্রসর হয়েছে বেজিঙের ‘পিপল্স লিবারেশন আর্মি’ বা পিএলএ নৌসেনা। ড্রাগনের এ-হেন ‘আগ্রাসন’কে ক্যানবেরার জন্য ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করেছে আমেরিকার ওই গোয়েন্দা প্রতিষ্ঠান।