সাতটি পাত্রের মধ্যে সবচেয়ে বড়টির আয়তন তিন ফুট ও ওজন ছিল ৩৫০ কেজির কাছাকাছি। স্থানীয়েরা রহস্যময় পাত্রের ভান্ডার খুঁজে পাওয়ার পর পরই প্রত্নতাত্ত্বিকদের একটি দল তদন্ত করতে আসে সেখানে। কলসিগুলি ভাঙার পর ভিতরের বস্তুগুলি পরীক্ষা করেন প্রত্নতাত্ত্বিকেরা। খনন করার পর নিদর্শনগুলিকে গবেষণাগারে নিয়ে যেতে বিস্তর সময় লেগে যায়।
এই কলসিগুলি স্থানীয় আদিবাসীদের সংস্কৃতির অঙ্গ কি না সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি ব্রাজ়িলের ‘মামিরাউয়া ইনস্টিটিউট ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’-এর প্রত্নতত্ত্ববিদেরা। প্রত্নতাত্ত্বিক জর্জিয়া লায়লা হোলান্ডা এই খননকাজে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বলেন, ‘‘দু’টি বড় সেরামিক কলসি, যার ব্যাস ৩৫ ইঞ্চি (৮৯ সেন্টিমিটার)। এতে মানুষের হাড় তো ছিলই তার সঙ্গে ছিল বীজ এবং মাছ, ব্যাঙ ও কচ্ছপের দেহাবশেষের মিশ্রণ।’’ তাঁর মতে, এই বীজ এবং প্রাণীর দেহাবশেষ সম্ভবত অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ ছিল।
সেরামিকগুলি সবুজ কাদামাটি দিয়ে ঢাকা ছিল। ঘন বনাঞ্চলযুক্ত মেডিয়ো সোলিমোয়েস অঞ্চলের আরও কয়েকটি স্থানে দেখা যায় এমন একটি বিরল প্রথা। সবুজ কাদামাটির পাশাপাশি পাত্রগুলিতে লাল ডোরাকাটা দাগ লক্ষ করেছেন অনুসন্ধানকারী দলের সদস্যেরা। মধ্য সোলিমোস এলাকার অন্যত্র প্রায় একইরকম সেরামিক আবিষ্কার হয়েছে। পরিচিত সেরামিক শৈলীর ঐতিহ্যের সঙ্গে এই পাত্রগুলির কোনও সরাসরি যোগসূত্র নেই।
কলসির ভিতরে যে মানুষের দেহাবশেষ, মাছ এবং কচ্ছপের হাড় পাওয়া গিয়েছে, সেগুলি আমাজনে বসবাসকারী মানুষের শেষকৃত্যের রীতিনীতি সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করেছে গবেষকদের। এই প্রাণীদের উপস্থিতি ভোজ বা ধর্মীয় নৈবেদ্যের সম্ভাবনার ইঙ্গিত দেয়। সম্ভবত এই কলসিগুলি অন্ত্যেষ্টিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত ছিল। এই ধরনের নৈবেদ্য মৃত ব্যক্তিকে পরকালের যাত্রায় সহায়তা করে বলে বহু দক্ষিণ আমেরিকার আদিবাসী সংস্কৃতিতে বিশ্বাস করা হয়।
হোলান্ডা মনে করেন, কেউ মারা গেলে স্থানীয় অধিবাসীরা মৃতদেহটি ঝুড়িতে করে নদীতে ফেলে রাখতেন, যাতে মাছ নরম টিস্যুগুলো খেয়ে ফেলে। অথবা দেহকে মাটিতে পুঁতে ফেলা হত। পরে বিচ্ছিন্ন হাড়গুলিকে দাহ করা হত এবং শেষকৃত্যের কলসের ভিতরে রাখা হত। অবশেষে অন্যান্য আমাজনীয় সংস্কৃতি মেনে তাঁদের বাড়ির নীচে এই পাত্রগুলি পুঁতে রাখতেন মৃত ব্যক্তির পরিবারের সদস্যেরা।
গবেষকেরা আশা করছেন যে নিবিড় গবেষণার মাধ্যমে কলসি তৈরি করা জনগোষ্ঠী সম্পর্কে আরও অজানা তথ্য জানা সম্ভব হবে। দুর্গম মধ্য সোলিমাসের লাগো দো কোচিলা অংশের কলসির স্বতন্ত্রতা একটি স্থানীয় ঐতিহ্যের সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। সেগুলি আমাজনের সেরামিক ইতিহাসের পরিচিত পর্যায়গুলির সঙ্গে সম্পূর্ণ রূপে সামঞ্জস্যপূর্ণ না-ও হতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy