Bollywood Actress Kamini Kaushal Married Her Brother-in-Law, Had Alleged Affair With Dilip Kumar, Brother Once Threatened the Stars dgtl
Bollywood Gossip
পরিবারের চাপে জামাইবাবুকে বিয়ে, দিলীপ কুমারের সঙ্গে পরকীয়ার কথা জানাজানি হতে বন্দুক দেখিয়ে হুমকি নায়িকার দাদার
কামিনীর দাদা সেনায় কর্মরত ছিলেন। বোন বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন জেনে বন্দুক দেখিয়ে দুই তারকাকে হুমকি দিয়েছিলেন তিনি। সেই ঘটনায় খুব ভয় পেয়ে গিয়েছিলেন দিলীপ এবং কামিনী। সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১২:০২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
কেরিয়ারের প্রথম ছবির মাধ্যমে কান চলচ্চিত্র উৎসবে নায়িকা হিসাবে খ্যাতি। চল্লিশ থেকে ষাটের দশকের মধ্যে চুটিয়ে অভিনয় করেছিলেন। সাত দশকের কেরিয়ারে নব্বইয়ের বেশি ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন বলি অভিনেত্রী কামিনী কৌশল। নায়িকাকে নিয়ে চর্চাও কম হত না। বলি অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় নায়িকার দাদা নাকি বন্দুক দেখিয়ে দুই তারকাকে ভয় দেখিয়েছিলেন।
০২১৫
১৯২৭ সালের ফেব্রুয়ারি মাসে জন্ম কামিনীর। বাবা-মা, দুই দাদা এবং তিন দিদির সঙ্গে থাকতেন তিনি। কামিনীর বাবা শিবরাম কাশ্যপ ছিলেন উদ্ভিদবিদ। কামিনীর বয়স যখন মাত্র সাত বছর, তখন তাঁর বাবা মারা গিয়েছিলেন। সময় অপচয় করতে মোটেও ভালবাসতেন না কামিনী।
০৩১৫
সাঁতার থেকে শুরু করে অশ্বারোহণ, স্কেটিং— সব কিছুই শিখেছিলেন কামিনী। জনপ্রিয় এক রেডিয়ো সংস্থায় শিশু অভিনেতা হিসাবে তিন বছর কাজও করেছিলেন তিনি। প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ১০ টাকা। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করে স্নাতক হয়েছিলেন কামিনী।
০৪১৫
কলেজে পড়াকালীন টানা তিন বছর মঞ্চে অভিনয় করেছিলেন কামিনী। বলিউডের ছবিনির্মাতা চেতন আনন্দের নজরে পড়েছিলেন তিনি। ১৯৪৬ সালে চেতনের পরিচালনায় ‘নীচা নগর’ নামে একটি হিন্দি ছবি মুক্তি পায়। সেই ছবিতেই প্রথম অভিনয়ের সুযোগ পেয়েছিলেন কামিনী। কান চলচ্চিত্র উৎসবে সেই ছবিটি পুরস্কৃত হয়।
০৫১৫
কেরিয়ার শুরুর দু’বছরের মধ্যে কামিনীর ব্যক্তিগত জীবনের মোড় রাতারাতি অন্য দিকে ঘুরে যায়। কামিনীর এক দিদি গাড়ি দুর্ঘটনায় মারা যান। তাঁর জামাইবাবু বম্বে পোর্ট ট্রাস্টের ইঞ্জিনিয়ার ছিলেন। দুই কন্যাকে নিয়ে একা হয়ে পড়েছিলেন কামিনীর জামাইবাবু। পরিবারের চাপে পড়ে দিদির দুই কন্যার দেখভাল করার জন্য জামাইবাবুকে বিয়ে করতে হয় কামিনীকে।
০৬১৫
১৯৪৮ সালে জামাইবাবুকে বিয়ে করেন কামিনী। তাঁদের বিয়ের সাত বছর পর সন্তানের জন্ম দেন তিনি। বিয়ের পর তিন সন্তানের জন্ম দেন নায়িকা। কিন্তু এক বলি অভিনেতার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন কামিনী।
০৭১৫
১৯৪৮ সালে ‘শহীদ’ নামের একটি হিন্দি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবিতে দিলীপ কুমারের বিপরীতে অভিনয় করেন কামিনী। শোনা যায়, ‘শহীদ’ ছবির শুটিং চলাকালীন দুই তারকার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।
০৮১৫
দিলীপের সঙ্গে মাত্র তিনটি ছবিতে অভিনয় করেছিলেন কামিনী। বলিপাড়ায় গুঞ্জন, তাঁদের পরকীয়া সম্পর্কের কথা জানাজানি হতে রেগে গিয়েছিলেন কামিনীর এক দাদা।
০৯১৫
কামিনীর দাদা সেনায় কর্মরত ছিলেন। বোন বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে জেনে বন্দুক দেখিয়ে দুই তারকাকে হুমকি দিয়েছিলেন তিনি। সেই ঘটনায় খুব ভয় পেয়ে গিয়েছিলেন দিলীপ এবং কামিনী। সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।
১০১৫
দিলীপ কুমারকে নিয়ে লেখা ‘দিলীপ কুমার: পিয়ারলেস আইকন ইনস্পায়ারিং জেনারেশনস’ নামের বইয়ে কামিনী এবং অভিনেতার সম্পর্ক নিয়ে লেখা রয়েছে। দিলীপের জীবনে প্রথম প্রেম ছিলেন কামিনী। দিলীপ নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘কামিনী আমার জীবনের একমাত্র নারী যাঁর সঙ্গে মিশে আমি নিজেকে খুঁজে পেতাম।’’
১১১৫
দিলীপকে নিয়ে কামিনী এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘দিলীপ আর আমি একসঙ্গে সুখী ছিলাম। আমাদের সম্পর্ক খুব দৃঢ় ছিল। কিন্তু আমি কাউকে ঠকাতে পারতাম না। দিদির মেয়েদের দায়িত্ব নিয়েছিলাম। মৃত্যুর পর দিদিকে মুখ দেখাতাম কী করে? আমার জামাইবাবু ভাল মানুষ। তিনি বুঝেছিলেন, কোন পরিস্থিতিতে আমি সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। সকলেই কখনও না কখনও প্রেমে পড়েন।’’
১২১৫
বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, দিলীপ এবং কামিনী দু’জনেই সম্পর্ককে পিছনে ফেলে নিজেদের জীবনে এগিয়ে গিয়েছিলেন। কামিনী কেরিয়ার এবং সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। দিলীপও তাঁর চেয়ে ২২ বছরের ছোট অভিনেত্রী সায়রা বানুকে বিয়ে করে সংসার পেতেছিলেন।
১৩১৫
২০১৩ সালে বলি অভিনেতা প্রাণের শ্রাদ্ধানুষ্ঠানে দিলীপের সঙ্গে দেখা হয়েছিল কামিনীর। সেই সময় স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন অভিনেতা। কামিনীকে দেখে চিনতে পারেননি তিনি।
১৪১৫
এক সাক্ষাৎকারে দিলীপের সঙ্গে হওয়া শেষ সাক্ষাৎ প্রসঙ্গে কামিনী বলেছিলেন, ‘‘দিলীপ আমায় দেখে চিনতে পারেননি। একদৃষ্টে কিছু ক্ষণ তাকিয়েছিলেন। সেই দৃষ্টির মধ্যে শূন্যতা ছাড়া আর কিছুই ছিল না। আমার খুব খারাপ লেগেছিল।’’
১৫১৫
২০২১ সালের জুলাই মাসে ৯৮ বছর বয়সে মারা গিয়েছিলেন দিলীপ। জামাইবাবু মারা যাওয়ার পর আর বিয়ে করেননি কামিনী। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে শেষ অভিনয় করেছিলেন তিনি। চলতি বছরের নভেম্বর মাসে ৯৮ বছর বয়সে মারা যান নায়িকা।