ব্রিটেন, ফ্রান্স, কানাডা থেকে শুরু করে অস্ট্রেলিয়া। প্যালেস্টাইনকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দিল একাধিক দেশ। এর জেরে আগামী দিনে ইজ়রায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়বে বলেই মনে করছেন দুনিয়ার দুঁদে কূটনীতিকদের একাংশ। একসময়ে ইহুদিদের প্রবল সমর্থক ব্রিটেন, ফ্রান্স বা কানাডার মতো রাষ্ট্রগুলির গলায় কেন হঠাৎ উল্টো সুর? বর্তমানে এই প্রশ্নেরই জবাব খুঁজছেন বিশ্লেষকদের একাংশ।
বিশেষজ্ঞদের দাবি, যুক্তরাষ্ট্রের ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসাবে পরিচিত একগুচ্ছ পশ্চিমি দেশের প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার নেপথ্যে একাধিক কারণ রয়েছে। প্রথমত, চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তার পর থেকে নানা ইস্যুতে ইউরোপীয় দেশগুলির সঙ্গে সম্পর্ক খারাপ করেছেন তিনি। এর মধ্যে অন্যতম হল শরণার্থী সমস্যা এবং শুল্ক। ফলে সুযোগ বুঝে ইজ়রায়েলকে নিশানা করার মাধ্যমে ব্রিটেন ও ফ্রান্সের মতো দেশগুলি আদপে ওয়াশিংটনকে বেকায়দায় ফেলতে চাইছে।