রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জন্য আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। ১৫ অগস্ট মুখোমুখি হওয়ার কথা রয়েছে দুই ‘সুপার পাওয়ার’ রাষ্ট্রনেতার। এর পরেই বদলে যাবে কিভের ভাগ্য? না কি এ বারও পূর্ব ইউরোপে শান্তি ফেরাতে ব্যর্থ হবেন যুক্তরাষ্ট্রের দণ্ডমুণ্ডের কর্তা? ট্রাম্প-পুতিন সাক্ষাতের পারদ চড়তেই এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের দাবি, মার্কিন প্রেসিডেন্টের পক্ষে রাশিয়া-ইউক্রেন লড়াই থামানো মোটেই সহজ নয়। কারণ, কোনও রকম ‘ট্রাম্প-কার্ড’ না নিয়েই ‘বেপরোয়া’ ভাবে পুতিনের সঙ্গে দর কষাকষির টেবিলে বসছেন তিনি। অন্য দিকে, মস্কোর হাতে রয়েছে বড় দাঁও মারার সুযোগ। সাবেক সোভিয়েত ইউনিয়নের গুপ্তচরবাহিনী কেজিবির এককালের সদস্য তথা ক্রেমলিনের সর্বময় কর্তা সেটা যে ছেড়ে দেবেন না, তা বলাই বাহুল্য।