কখনও গ্রিস-রোম। কখনও আবার ব্রিটেন-ফ্রান্স-জার্মানি। কিংবা সাবেক সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া)। সময়ে সময়ে বিরাট সাম্রাজ্য গড়ে তুলে গোটা পৃথিবীকে পায়ের তলায় রেখেছে ইউরোপ। বিজ্ঞান-প্রযুক্তি থেকে শিল্পবিপ্লব— দুনিয়ার অগ্রগতিতে সব সময় পথ দেখিয়েছে এই মহাদেশ। এ-হেন উন্নতির শিখরে থাকা উত্তর গোলার্ধের রাষ্ট্রগুলির উপর পড়েছে ‘রাহুর বক্রদৃষ্টি’! এরই জেরে কি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তারা? ধুলোয় মিশে যাচ্ছে তাদের অতীত গৌরব?
ইউরোপীয় দেশগুলির বিশ্ব শাসনের মূল চাবিকাঠি হল তাদের উন্নত আর্থিক অবস্থা। কিন্তু, গত কয়েক দশকে তাতে ভাঙন লক্ষ করা গিয়েছে। সেখানকার একাধিক দেশের মাথার উপর রয়েছে পাহাড়প্রমাণ বৈদেশিক ঋণ। এ ছাড়া দীর্ঘ দিন ধরে শরণার্থী এবং অভিবাসী সমস্যায় ভুগছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম এবং ইটালির মতো রাষ্ট্র। অন্য দিকে ভেঙে টুকরো হয়ে গিয়েছে সোভিয়েত ইউনিয়ন, যুগোস্লাভিয়া এবং চেকোস্লোভিয়া। এর সরাসরি প্রভাব পড়েছে ইউরোপের আর্থ-সামাজিক ব্যবস্থায়।