কালো পোশাক এবং একটি বিশেষ ব্র্যান্ডের স্নিকার্স পরা, মুখে বেগনি কাপড় ঢাকা অবস্থায় পড়ে রয়েছে সার সার মৃতদেহ। এক-আধটা নয়, ৩৯টি মৃতদেহ। বিভিন্ন বয়সের ২১ জন মহিলা এবং ১৮ জন পুরুষের দেহ। প্রতিটি দেহ শান্ত ভাবে শোয়ানো রয়েছে লোহার খাটে। তাঁদের দেহে রক্তক্ষরণ বা আঘাতের কোনও চিহ্ন ছিল না। মৃতেরা সকলেই একই দলের সদস্য।