যে কোনও দেশ আর্থিক ভাবে কতটা শক্তিশালী তা সেই দেশের বৈদেশিক মু্দ্রাভান্ডারের উপর নির্ভর করে। সেই বিদেশি মু্দ্রাভান্ডারের একটি অংশ জুড়ে থাকে হলুদ ধাতু। বহু শতাব্দী ধরেই এই ধাতব সম্পদটি নিরাপত্তার প্রতীক হিসেবে বিশ্ব জুড়ে পরিচিত। ঔজ্জ্বল্য এবং ক্রমবর্ধমান মূল্যের কারণে বিশ্ব জুড়ে সোনা আদৃত। সমস্ত দেশেই সোনাকে এমন গুরুত্ব দেওয়া হয়েছে যে, অন্য কোনও ধাতু এর ধারেকাছে আসতে পারেনি।