শুক্রবার মধ্যরাতে মাত্র ৪২ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ‘কাঁটা লগা গার্ল’ শেফালী জরীওয়ালা। মুম্বইয়ের ফ্ল্যাটে স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে ছিলেন তিনি। সেখানেই হৃদ্রোগে আক্রান্ত হন নায়িকা। সঙ্গে সঙ্গে মুম্বইয়ের অন্ধেরির একটি হাসপাতালে ভর্তি করানো হয় শেফালীকে। কিন্তু হাসপাতালে যাওয়ার পর শেফালীকে মৃত ঘোষণা করেন সেখানকার চিকিৎসকেরা।