হোয়াইট হাউস হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের সংস্কারে তাঁর বেতন দান করেছেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কথা ঘোষণা করে ট্রাম্প দাবি করেন, জর্জ ওয়াশিংটন ছাড়া তিনিই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি হোয়াইট হাউস সংস্কারের জন্য বেতন দান করেছেন। বুধবার ৬ অগস্ট হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির বিবৃতিতে এই ঘোষণা করা হয়েছে।