রাশিয়া এবং বেলারুশের যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ায় ভারতকে বিষোদ্গার! মার্কিন নেতৃত্বাধীন ইউরোপীয় সামরিক জোট উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা নেটো-বিরোধী জোটে শামিল হওয়ার অভিযোগ তুলে নয়াদিল্লির বিরুদ্ধে তোপ দেগেছে একগুচ্ছ পশ্চিমি গণমাধ্যম। ওই খবর প্রকাশিত হতেই সমাজমাধ্যমের দৌলতে ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে যায়। যদিও পরে প্রকাশ্যে এসেছে আসল সত্যি। ভারত-রুশ বন্ধুত্বে চিড় ধরাতে ইচ্ছাকৃত ভাবে ভুয়ো খবর ছড়াচ্ছে পশ্চিমি সংবাদমাধ্যমের একাংশ? না কি নেপথ্যে রয়েছে অন্য কোনও ষড়যন্ত্র? এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।
চলতি বছরের ১২ থেকে ১৬ সেপ্টেম্বর বেলারুশের বেরিসও সামরিক ঘাঁটিতে চলে যৌথ সামরিক মহড়া। সেখানে অংশ নেন ভারতীয় সেনার কুমায়ুন রেজিমেন্টের অফিসার ও জওয়ানেরা। বিষয়টি কানে আসতেই এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ‘দ্য টাইম্স’ নামের পশ্চিমি গণমাধ্যম, যার শিরোনাম ছিল ‘রুশ-বেলারুশের যুদ্ধাভ্যাসে যোগ দিয়ে লক্ষ্মণরেখা অতিক্রম করেছে ভারত’। সংশ্লিষ্ট প্রতিবেদনে নয়াদিল্লির বিদেশনীতিকে ‘বিপজ্জনক’ এবং ‘পশ্চিমা স্বার্থ বিরোধী’ বলে উল্লেখ করতে পিছপা হয়নি তারা।