আর মার খেয়ে প্রত্যাঘাত নয়। হামলার আশঙ্কা থাকলে আগেই ভেঙে দিতে হবে শত্রুর দাঁত-নখ! ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের পর ‘সামরিক নীতি’তে (পড়ুন মিলিটারি ডকট্রিন) এই ধরনের বড় রদবদলের পরিকল্পনা করেছে ভারত। সীমান্তপার সন্ত্রাস এবং চিন-পাকিস্তানের মতো জোড়া শত্রুর মোকাবিলায় নয়াদিল্লির ‘শরীরী ভাষা’র পরিবর্তন যে তাদের মনে কাঁপুনি ধরাবে তা বলাই বাহুল্য।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জাতীয় সুরক্ষা সংক্রান্ত একটি বৈঠকে ‘সামরিক নীতি’ বদলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কেন্দ্র। নতুন মতবাদে ফৌজকে রক্ষণাত্মক খোলস ছেড়ে বেরিয়ে এসে আক্রমণাত্মক হওয়ার কথা বলা হয়েছে। ‘অপারেশন সিঁদুর’ স্থগিত করার সময় একটি বিষয় স্পষ্ট করে নয়াদিল্লি। ভবিষ্যতে সন্ত্রাসী হামলাকে যুদ্ধ হিসাবে বিবেচনা করা হবে বলে জানিয়ে দেন প্রধানমন্ত্রী মোদী।