প্রতীক্ষার অবসান। অবশেষে ভারতের মাটিতে পা পড়ল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ‘বন্ধু’কে কাছে পেয়ে কোন কোন হাতিয়ারের চুক্তি সেরে ফেলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ইতিমধ্যেই সেই তালিকা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। আর এই আবহে খবরের শিরোনামে রয়েছে একটাই নাম, ‘এস-৫০০ প্রমিথিউস’। এর সাহায্যে পুরু বর্মে ঢেকে ফেলা যায় গোটা শহরের আকাশ! এ-হেন ‘কর্ণ-কবচ’ নয়াদিল্লির হাতে তুলে দিতে আগ্রহী মস্কো, খবর সূত্রের।
বর্তমানে ভারতীয় বায়ুসেনার হাতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলির (এয়ার ডিফেন্স সিস্টেম) মধ্যে অন্যতম হল রুশ নির্মিত ‘এস-৪০০ ট্রায়াম্ফ’। চলতি বছরের মে মাসে ‘অপারেশন সিঁদুর’ এবং তাকে কেন্দ্র করে চলা পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে নিজের জাত চিনিয়েছে মস্কোর এই হাতিয়ার। ‘এস-৫০০ প্রমিথিউস’ কিন্তু শুধুমাত্র এর উত্তরসূরি নয়, বরং আরও অত্যাধুনিক এবং বর্ধিত ক্ষমতাসম্পন্ন একটি ব্যবস্থা। এই বর্মে আটকে যাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও।