ভারত-মার্কিন সম্পর্কের টানাপড়নে বিপাকে তেজ়স ফাইটার জেট। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমানের ইঞ্জিন সরবরাহে গড়িমসি করছে আমেরিকা। এ-হেন পরিস্থিতিতে নয়াদিল্লির পাশে এসে দাঁড়িয়েছে ‘বন্ধু’ ফ্রান্স। এ দেশের মাটিতেই জেট ইঞ্জিন তৈরির প্রস্তাব দিয়েছে তারা। সাবেক সেনাকর্তাদের অনেকেই একে প্রতিরক্ষা ক্ষেত্রে ‘গেম চেঞ্জার’ বলে উল্লেখ করেছেন।
সম্প্রতি, ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে এ দেশের মাটিতে পঞ্চম প্রজন্মের ‘স্টেল্থ’ শ্রেণির লড়াকু জেটের ইঞ্জিন তৈরিতে আগ্রহ দেখিয়েছে ফরাসি সংস্থা সাফরাঁ। এর জন্য ১০০ শতাংশ প্রযুক্তি হস্তান্তরে রাজি তারা। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার শেষ পর্যন্ত এতে অনুমোদন দিলে প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওর (ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন) সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা যাবে ওই ফরাসি সংস্থাকে।