‘অপারেশন সিঁদুর’ এবং তাকে কেন্দ্র করে চলা চার দিনের সংঘর্ষে মার খেয়েও ফেরেনি হুঁশ! ক্রমাগত ভারতকে পরমাণু হামলার হুমকি দিয়ে চলেছে পাকিস্তান। অন্য দিকে অত্যাধুনিক প্রযুক্তিতে বাহিনীকে সাজাচ্ছে ইসলামাবাদের পরম ‘বন্ধু’ চিনও। এই পরিস্থিতিতে শক্তি বাড়াতে কৃত্রিম মেধাকে (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) আঁকড়ে ধরল নয়াদিল্লির ফৌজ। এই পদক্ষেপ আধুনিক লড়াইয়ে ‘গেম চেঞ্জার’ হতে চলেছে বলে মনে করছেন সাবেক সেনাকর্তারা।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, কৃত্রিম মেধা প্রযুক্তি ব্যবহার করে যুদ্ধের ময়দানে সব হিসাব বদলে দিতে বিশেষ একটি রোডম্যাপ তৈরি করেছে ভারতের তিন বাহিনী। এর জন্য মেশিন লার্নিং এবং ডেটা অ্যানালিটিক্সের মতো তথ্যপ্রযুক্তির পাঠ নিচ্ছেন অফিসার ও সৈনিকেরা। ২০২৬-’২৭ আর্থিক বছরের মধ্যে এআইকে সঙ্গে নিয়ে যাবতীয় সামরিক অভিযান পরিচালনার লক্ষ্যমাত্রা নিয়েছে ফৌজ। যদিও সরকারি ভাবে এই নিয়ে কোনও বিবৃতি দেয়নি কেন্দ্র।