
‘অপারেশন সিঁদুর’কে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে সংঘাতে ড্রোন ‘যুদ্ধে’ হাত পাকিয়েছে ভারত। দেশি-বিদেশি মানববিহীন উড়ুক্কু যানের সাহায্যে ইসলামাবাদের ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ (এয়ার ডিফেন্স সিস্টেম) থেকে শুরু করে রেডার স্টেশনের মতো উচ্চ মূল্যের লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছে এ দেশের ফৌজ। ফলে আমেরিকা, রাশিয়া, চিন, তুরস্ক বা ইরানের মতো শক্তিশালী ড্রোন বাহিনীর ক্লাবে ঢুকে পড়েছে নয়াদিল্লির নাম।

সাবেক সেনা অফিসারদের দাবি, আধুনিক লড়াইয়ে ‘গেম চেঞ্জার’-এর ভূমিকা নিচ্ছে মানববিহীন উড়ুক্কু যান। আর তাই ‘যুদ্ধ’ থামলেও এর গবেষণা ও উৎপাদন থেকে সরছে না ভারত। এ ব্যাপারে এগিয়ে এসেছে একাধিক দেশীয় প্রতিরক্ষা সংস্থা। তাদেরই হাত ধরে এ বার বাহিনীর বহরে শামিল হবে হাইড্রোজ়েন ড্রোন। ইজ়রায়েলি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এটি তৈরি করেছে পারস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস লিমিটেড।