‘অপারেশন সিঁদুর’-এর ছ’মাস পার। ‘যুদ্ধ’ থামার পর থেকেই তিন বাহিনীর শক্তি ক্রমাগত বাড়িয়ে চলেছে ভারত। কেনা হচ্ছে ক্ষেপণাস্ত্র, ড্রোন, কামানের গোলা থেকে শুরু করে অন্যান্য অত্যাধুনিক হাতিয়ার। পাশাপাশি, দেশীয় প্রযুক্তিতে অস্ত্র নির্মাণের উপরের জোর দিচ্ছে কেন্দ্র। এই আবহে এ-দেশের নৌসেনার হাতে লিয়েন্ডার শ্রেণির একটি ফ্রিগেট রণতরী তুলে দিল রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা মাজ়গাঁও ডক। ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রে সজ্জিত ওই যুদ্ধজাহাজ যে পাকিস্তান ও চিনের মনে ভয় ধরাবে, তা বলার অপেক্ষা রাখে না।
চলতি বছরের ২৮ নভেম্বর মুম্বইয়ে ভারতীয় নৌবাহিনীর হাতে সংশ্লিষ্ট ফ্রিগেটটিকে তুলে দেয় রণতরী নির্মাণকারী সংস্থা মাজ়গাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড। ‘স্টেলথ’ শ্রেণির এই যুদ্ধজাহাজটির পোশাকি নাম ‘আইএনএস তারাগিরি’। উত্তরাখণ্ডের একটি পাহাড়ের নাম থেকে এই নাম নেওয়া হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এটি তৈরি হওয়ায় রণতরী নির্মাণে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে বড় মাইলফলক ছোঁয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে।