ভারতের পৌষ মাস, আর উদীয়মান সূর্যের দেশে সর্বনাশ। বেজিং সামুদ্রিক খাবার আমদানিতে জাপানের উপর নিষেধাজ্ঞা জারি করতেই ভাগ্য খুলল ভারতের ব্যবসায়ীদের। মার্কিন শুল্কের চাপে নুয়ে পড়া ভারতীয় সামুদ্রিক খাবারের শিল্প আবার ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে। জাপানের রফতানিকারকদের ব্যবসায় কালো মেঘ জমলেও এ দেশের ব্যবসায়ীরা আশার আলো দেখতে শুরু করেছেন বলে সূত্রের খবর।
তাইওয়ান নিয়ে কূটনৈতিক লড়াইয়ের আবহে জাপানের সমস্ত ধরনের সামুদ্রিক খাবার আমদানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে বেজিং। এই সুযোগে চিনের বাজার কব্জা করার অপ্রত্যাশিত সুযোগের দরজা খুলে গিয়েছে ভারতীয় সামুদ্রিক পণ্য ব্যবসায়ীদের সামনে। চিন-জাপানের সংঘাত ভারতীয় অর্থনীতির পালে হাওয়া দিতে সাহায্য করেছে। নিষেধাজ্ঞা জারি করার পর পরই ভারতীয় সামুদ্রিক খাবার রফতানিকারকদের শেয়ারের দর ১১ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে।