India’s Playing XI in 2021 Oval Test Under Virat Kohli’s Captaincy, see Full List of Players vs England dgtl
India vs England 2021 Oval Test squad
কেউ অবসরের গ্রহে তো কেউ থেকেও নেই! চার বছর আগে ওভাল টেস্টে বিরাটের নেতৃত্বাধীন ভারতের প্রথম একাদশ কেমন ছিল?
একই মাঠ, একই প্রতিপক্ষ। মাঝে কেটে গিয়েছে চার বছর। কেমন ছিল চার বছর আগে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের প্রথম একাদশ? Post: দুই দলে বহু অমিল!
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৬:৪০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
২০২১ সালের ২ সেপ্টেম্বর। সে বার টেস্ট সিরিজ়ের চতুর্থ ম্যাচে ওভালে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল কেমন খেলেছিল সেই ম্যাচ? কারা ছিলেন প্রথম একাদশে? সেই দলের কত জন রয়েছেন বর্তমান দলে?
০২১৩
রোহিত শর্মা: গত সফরের ওভাল টেস্টে ভারতের হয়ে ওপেন করেছিলেন রোহিত শর্মা। প্রথম ইনিংসে মাত্র ১১ রান করলেও দ্বিতীয় ইনিংসে ডানহাতি মুম্বইকরের শতরানে ভর করে ঘুরে দাঁড়ায় ভারত। ১৪টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১২৭ রান করেন রোহিত।
০৩১৩
লোকেশ রাহুল: রোহিতের সঙ্গে সেই ম্যাচে ওপেন করেছিলেন লোকেশ রাহুল। এ বারেও ওপেনিংয়ে বড় ভরসা রাহুলের ব্যাট। চার বছর আগের ম্যাচে প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে ৪৬ রান করেছিলেন রাহুল। দ্বিতীয় ইনিংসে রোহিতের সঙ্গে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন রাহুল।
০৪১৩
চেতেশ্বর পুজারা: তিন নম্বরে নেমেছিলেন চেতেশ্বর পুজারা। দুই ওপেনারের মতো তিনিও প্রথম ইনিংসে ব্যর্থ হন এবং দ্বিতীয় ইনিংসে রান করেন। দুই ইনিংসে যথাক্রমে ৪ এবং ৬১ রান করেন পুজারা।
০৫১৩
বিরাট কোহলি: চার নম্বরে ছিলেন অধিনায়ক বিরাট কোহলি। দুই ইনিংসেই মোটামুটি রান পেয়েছিলেন বিরাট। প্রথম ইনিংসে অর্ধশতরান করলেও দ্বিতীয় ইনিংসে অল্পের জন্য হাফ সেঞ্চুরি ফস্কান কোহলি।
০৬১৩
অজিঙ্ক রহানে: পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন অজিঙ্ক রহানে। দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন মুম্বইয়ের ডানহাতি ব্যাটার। প্রথম ইনিংসে ১৪ রান করলেও দ্বিতীয় ইনিংসে কোনও রান করার আগেই আউট হন রহানে।
০৭১৩
রবীন্দ্র জাডেজা: ব্যাট হাতে ছাপ ফেলতে না পারলেও বল হাতে ওভাল টেস্টে ছাপ ফেলেছিলেন জাডেজা। দুই ইনিংস মিলিয়ে ২৭ রান করলেও চারটি উইকেট নেন বাঁহাতি অলরাউন্ডার। এ বারেও জাডেজার দিকে তাকিয়ে থাকবে দল।
০৮১৩
ঋষভ পন্থ: চোটের কারণে চলতি টেস্টে দল থেকে ছিটকে গিয়েছেন পন্থ। তবে গত বার দলে ছিলেন বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটার। প্রথম ইনিংসে সফল না হলেও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেন তিনি।
০৯১৩
শার্দুল ঠাকুর: চলতি টেস্টে দলে জায়গা পাননি শার্দুল। তবে গত বার ওভাল টেস্টে দুই ইনিংসেই অর্ধশতরান করেছিলেন শার্দুল। নিয়েছিলেন তিনটি উইকেটও।
১০১৩
উমেশ যাদব: গত বারের দলের পেস আক্রমণের অন্যতম মুখ ছিলেন উমেশ। দুই ইনিংসেই ডানহাতি পেসার নিয়েছিলেন তিনটি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে ২৩ বলে ২৫ রানের ইনিংসও খেলেছিলেন ডানহাতি পেসার।
১১১৩
জসপ্রীত বুমরাহ: চোটের জন্য এ বার দল থেকে ছিটকে গেলেও গত বার গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে দলকে সাহায্য করেছিলেন বুমরাহ। দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন চারটি উইকেট।
১২১৩
মহম্মদ সিরাজ়: চলতি টেস্টে ভারতের পেস আক্রমণের মুখ। গত বারের দলেও ছিলেন সিরাজ়। তবে সে ভাবে কিছু করতে পারেননি তিনি। প্রথম ইনিংসে একটি উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট পাননি ডানহাতি পেসার।
১৩১৩
রোহিত, পুজারা, বিরাটের ব্যাট, উমেশ, বুমরাহের বল এবং শার্দুলের অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে ১৫৭ রানে ম্যাচ জেতে ভারত। এ বার কী হবে ওভাল টেস্টে? অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।