‘ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজ়েশন’ বা ইন্টারপোলের রেড কর্নার নোটিসের কথা আমরা অনেকেই জানি। এটি আসলে একটি গ্রেফতারি পরোয়ানা। এক দেশে খুব বড় ধরনের কোনও অপরাধ করে যখন অভিযুক্ত অন্য দেশে পালিয়ে যায়, তখন সংশ্লিষ্ট দেশটি ইন্টারপোলের দ্বারস্থ হলে সেই অপরাধীর সন্ধান চেয়ে জারি হয় রেড কর্নার নোটিস। আন্তর্জাতিক পুলিশ সংগঠনটির মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৬। প্রতিষ্ঠানটি যে কোনও নোটিস জারি করলে, সদস্য দেশগুলি তা মানতে বাধ্য।
তবে ইন্টারপোল শুধুমাত্র রেড কর্নার নোটিস জারি করে এমন নয়। কালো, লাল, নীল, সবুজ, হলুদ, কমলা ও বেগনির মতো একগুচ্ছ নোটিস জারি করার এক্তিয়ার রয়েছে এই আন্তর্জাতিক পুলিশ সংগঠনের। নোটিসের এ রকম কিম্ভূত নাম হওয়ায় সুনির্দিষ্ট কারণ রয়েছে। আসলে ইন্টারপোলের এই নোটিসগুলির বাঁ দিকে উল্লম্ব ভাবে একটি লাল রঙের দাগ টানা থাকে। সেখান থেকেই এর ‘রেড কর্নার’ নামকরণ করা হয়েছে। বাকি নোটিসগুলির ক্ষেত্রেও নিয়ম একই। তাদের প্রতিটির কার্যকারিতা অবশ্য আলাদা।