তিন দিনের ভারতসফরে এসেছেন লিয়োনেল মেসি। দেশের বিভিন্ন শহরে পা রেখেছেন ফুটবলের রাজপুত্র। ১৩ থেকে ১৫ ডিসেম্বর কলকাতা, হায়দরাবাদ, মুম্বই, দিল্লির বাসিন্দারা ছিলেন মেসি-জ্বরে আক্রান্ত। শুক্রবার রাত ১.৩০ মিনিটে কলকাতা বিমানবন্দরের মাটি ছুঁয়েছিল লিয়োনেল মেসির ব্যক্তিগত বিমান। দীর্ঘ দিনের সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনা দলের রদ্রিগো ডি পলের সঙ্গে মাত্র কয়েক ঘণ্টার জন্য কলকাতায় এসেছিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।
মেসি ও তাঁর সফর, ‘গোট ট্যুর ইন্ডিয়া’র খুঁটিনাটি নিয়ে যেমন আলোচনার অন্ত ছিল না, তেমনই নজর কেড়েছে মেসির ‘উড়ন্ত রাজপ্রাসাদ’টিও। কিংবদন্তি ফুটবলারকে একঝলক দেখার জন্য ভক্তেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কড়া নিরাপত্তা এবং ভক্তদের ভিড়ের মধ্যে যেটি সকলের বিস্ময়ের উদ্রেক ঘটিয়েছিল সেটি হল মেসির ব্যক্তিগত বিমান ‘গাল্ফস্ট্রিম ভি’।