থমথমে ইউরোপের আকাশে ফের ঘনাচ্ছে যুদ্ধের কালো মেঘ! এ বার মুখোমুখি সংঘর্ষে জড়াতে পারে নেটো ও রাশিয়া। ইতিমধ্যেই মস্কোকে সেই হুঙ্কার দিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের এক পদস্থ সেনাকর্তা। পাল্টা হুঁশিয়ারি দিতে দেরি করেনি ক্রেমলিন। পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি বাড়ছে পরমাণু সংঘর্ষের আতঙ্ক। এই লড়াইয়ের আঁচ যে ভারতের গায়েও লাগবে, তা বলা বাহুল্য।
নেটো অর্থাৎ ‘নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজ়েশন’ (উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা)। ১৯৪৯ সালের এপ্রিলে জন্ম হওয়া মার্কিন নেতৃত্বাধীন এই ইউরোপীয় সামরিক জোটের সদস্য রাষ্ট্রের সংখ্যা ৩২। বর্তমানে এর মিলিটারি কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন ইটালীয় নৌসেনাপ্রধান অ্যাডমিরাল জ়িউসেপ্পে কাভো ড্রাগনে। সম্প্রতি, ‘আগ্রাসী’ রাশিয়ার বিরুদ্ধে আগাম ‘আক্রমণাত্মক’ পদক্ষেপের পক্ষে সওয়াল করেছেন তিনি। তাঁর ওই মন্তব্য ছাই চাপা আগুনকে উস্কে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।