এক দিকে ‘অপারেশন সিঁদুর’ এবং তাকে কেন্দ্র করে চলা চার দিনের ‘যুদ্ধে’ বেদম মার খাওয়া। অন্য দিকে, সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ায় বেড়ে চলা জলসঙ্কট। পহেলগাঁও হামলার পর ভারতের জোড়া প্রত্যাঘাতে দিশেহারা হয় পাকিস্তান। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন ভেঙে এ বার নয়াদিল্লির হাই কমিশন দফতরকে নিশানা করল ইসলামাবাদ। এ দেশের কূটনীতিকদের মৌলিক সুযোগ-সুবিধা বন্ধ করে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে পশ্চিমের প্রতিবেশী। ফলে দু’দেশের মধ্যে সংঘাতের পারদ যে আরও চড়ল, তা বলাই বাহুল্য।
ইসলামাবাদে ভারতীয় হাই কমিশন দফতরে রান্নার গ্যাস, পানীয় জল এবং সংবাদপত্রের মতো প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ বন্ধ করেছে পাক সরকার। ফলে সেখানে কর্মরত ভারতীয় কূটনীতিক এবং তাঁদের পরিবারের সদস্যদের দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। শাহবাজ় শরিফ সরকারের এই পদক্ষেপকে ‘ইচ্ছাকৃত’ এবং ‘পূর্ব পরিকল্পিত’ বলে উল্লেখ করেছেন এ দেশের বিদেশ মন্ত্রকের পদস্থ কর্তাব্যক্তিরা।