প্রথমে ভারত। তার পর ইজ়রায়েল। আন্তর্জাতিক মঞ্চে ফের এক বার দুই ‘বন্ধু’র হাতে বিরাশি সিক্কার জোড়া থাপ্পড় খেল পাকিস্তান! এর মধ্যে ইহুদিদের অপমান ছিল আরও এককাঠি উপরে। কারণ মাত্র চার সেকেন্ডে ‘গোটা অপারেশন’ শেষ করে দেন এক ইজ়রায়েলি আইনজীবী। শুধু তা-ই নয়, ওই ঘটনার পর দুনিয়ার সামনে উঠে এসেছে একটিই প্রশ্ন। সন্ত্রাসবাদে মদত দেওয়া কোনও দেশের সদস্যপদ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে থাকা কতটা যুক্তিযুক্ত?
চলতি বছরের ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় বোমাবর্ষণ করে ইজ়রায়েলি বিমানবাহিনী। ওই ঘটনার তীব্র নিন্দা করে রাষ্ট্রপুঞ্জে বিবৃতি দেয় পাকিস্তান। ইসলামাবাদের প্রতিনিধি বলেন, ‘‘আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে কাতারে বেপরোয়া বোমাবর্ষণ করেছে ইহুদি বায়ুসেনা। তাদের এই বেআইনি কার্যকলাপ দোহার সার্বভৌমত্বে আঘাতের সামিল।’’ এর পর ইজ়রায়েলি আইনজীবী হিলাল নিউয়ারকে জবাব দেওয়ার জন্য মাত্র চার সেকেন্ড সময় দেন আন্তর্জাতিক সংগঠনটির সভাপতি।