কখনও সাপের গালে চুমু তো কখনও আবার ব্যাঙের গালে! আমেরিকা ও চিনের মতো দুই মহাশক্তিধরকে ঠিক এই কায়দাতেই নাচাচ্ছে ইসলামাবাদ। প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের এ-হেন বিদেশনীতির পাকিস্তান জুড়ে জয়জয়কার। যদিও গোটা ব্যাপারটিতে ভুরু কুঁচকেছেন আন্তর্জাতিক পরিস্থিতির উপর কড়া নজর রাখা দুঁদে কূটনীতিকদের একাংশ। দু’নৌকায় পা দিয়ে চলার চরম খেসারত ভারতের পশ্চিমের প্রতিবেশীকে অচিরেই দিতে হবে বলে মনে করেছেন তাঁরা।
গত শতাব্দীর ৫০-এর দশকে ‘ঠান্ডা লড়াই’-এর সময় যুক্তরাষ্ট্রের তৈরি করা সামরিক জোটে যোগ দেয় পাকিস্তান। যদিও পরবর্তী বছরগুলিতে চিনের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করে ইসলামাবাদ। এরই ফলস্বরূপ বর্তমানে বেজিংকে ‘লৌহ বন্ধু’ বলে মানতে দ্বিধা করছেন না পাক প্রধানমন্ত্রী শাহবাজ়। তাই বলে আমেরিকার হাত তারা পুরোপুরি ছেড়ে দিয়েছে, এমনটা নয়। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাখামাখি করতে দেখা গিয়েছে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে।