ইজ়রায়েলের চোখে চোখ রেখে চ্যালেঞ্জ। যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনের গাজ়া উপত্যকায় ফৌজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান! তবে কি এ বার ইহুদিভূমির সীমান্তে পরমাণু হাতিয়ার মোতায়েন করবে ইসলামাবাদ? জল্পনার মধ্যেই অবশ্য পাল্টা হুঙ্কার দিয়েছেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজ়ায় যে কোনও বিদেশি শক্তির ‘অনুপ্রবেশ’ যে তেল আভিভ সহ্য করবে না, তাঁর হুঁশিয়ারিতে স্পষ্ট হয়েছে সেটা। ফলে পশ্চিম এশিয়ার পরিস্থিতি যে ক্রমশ জটিল হচ্ছে, তাতে কোনও সন্দেহ নেই।
চলতি বছরের ২৬ অক্টোবর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন ইহুদি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, ‘‘যে কোনও দেশের বাহিনীকে গাজ়ায় ঢুকতে দিয়ে আমরা বিপদ বাড়াতে পারি না। এ ক্ষেত্রে ভিটো (কোনও কিছুকে না বলা) প্রয়োগ করবে ইজ়রায়েল। ওই প্যালেস্টাইন ভূমিতে কোন কোন শক্তি গ্রহণযোগ্য নয়, সেটা আমরাই ঠিক করব। অবশ্যই তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও আপত্তি থাকবে না।’’ তাঁর এই বক্তব্যের পরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত ‘শান্তিপ্রস্তাব’-এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।