‘অপারেশন সিঁদুর’-এর চার মাস পার। ভারতের হাতে মার খাওয়ার দাগ পিঠে নিয়েই এ বার নয়াদিল্লির ‘বন্ধু’ রাষ্ট্র সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সেরে ফেলল পকিস্তান। রিয়াধ ও ইসলামাবাদের সেই সমঝোতার খবর প্রকাশ্যে আসতেই প্রতিরক্ষা বিশ্লেষকদের মনে ঘুরছে একটি প্রশ্ন। আগামী দিনে দুই প্রতিবেশীর যুদ্ধে নয়াদিল্লির সঙ্গে ‘মিত্রতা’ ভুলে রাওয়ালপিন্ডির ফৌজি জেনারেলদের পাশে দাঁড়াবে ওই আরব মুলুক? হাত উপুড় করে পাক সেনাকে হাতিয়ার ও গোলা-বারুদ সরবরাহ করবে সৌদি প্রশাসন? এই বিষয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে জল্পনা।
চলতি বছরের ১৭ সেপ্টেম্বর রিয়াধে সংশ্লিষ্ট সামরিক সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা করে দুই ইসলামীয় দেশ। এর পোশাকি নাম ‘কৌশলগত এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’। গোটা প্রক্রিয়াটি শেষ হওয়ার পর পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের কাঁধে হাত দিয়ে ছবি তোলেন সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমন। পশ্চিম এশিয়ার উপসাগরীয় আরব দেশটির প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তাঁর সঙ্গে তোলা ছবিতে প্রধানমন্ত্রী শাহবাজ়ের ঠোঁটে হাসির ঝিলিক লক্ষ করা গিয়েছে।