একের পর চিনা হাতিয়ারে ঘর বোঝাই করছে পাকিস্তান। বেজিঙের অস্ত্র ব্যবসায় ইসলামাবাদকে ‘শাঁসালো খদ্দের’ বললে অত্যুক্তি হবে না। কিন্তু গুণমানে কতটা ভাল ড্রাগনের তৈরি মারণাস্ত্র? যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার আদৌ কি কোনও ক্ষমতা রয়েছে এগুলির? সম্প্রতি এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে রাওয়ালপিন্ডির এক সাবেক ফৌজি অফিসারকে। তাঁর দেওয়া বিবৃতিতে স্বস্তি পেয়েছে ভারতও।
পাক ফৌজের অবসরপ্রাপ্ত জেনারেল তারিখ খান। সৈনিক জীবনে ইসলামাবাদের স্থলবাহিনীর এক নম্বর স্ট্রাইক কোরের কমান্ডার ছিলেন তিনি। পশ্চিমের প্রতিবেশী দেশটিতে ‘যুদ্ধজয়ী’ সেনাপতি হিসাবে বিশেষ সম্মান রয়েছে তাঁর। সম্প্রতি ‘গ্লোবাল ভিলেজ স্পেস’ নামের একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন জেনারেল তারিখ। সেখানেই রাওয়ালপিন্ডির হাতে থাকা ‘অল-খালিদ’ ট্যাঙ্কের সক্ষমতা এবং কার্যকারিতার তুলোধনা করেন তিনি।