মেষ: শুক্র-বুধের সংযোগ মেষ রাশির জাতকদের জন্য উদ্ভাবনী ধারণাগুলিকে লাভজনক উদ্যোগে রূপান্তরিত করার সুযোগ নিয়ে আসছে। ব্যবসায়িক আলোচনা, সৃজনশীল প্রকল্প বা সহযোগিতা হঠাৎ করে গতি পেতে পারে। রিয়্যাল এস্টেট বা পরিবার-সম্পর্কিত সম্পদে বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। আশ্চর্যজনক আর্থিক লাভ হতে পারে বিভিন্ন চুক্তি থেকে। একটি ছোট উদ্যোগও জীবনে অনেক লাভ এনে দিতে পারে। তবে এ সব তখনই সম্ভব, যদি মেষ রাশির জাতক সাহসী এবং চিন্তাশীল হন।
বৃষ: শুক্র-বুধের মিলন থেকে উপকৃত হবেন বৃষ রাশির জাতকেরাও। কারণ বৃষ রাশির কারক গ্রহ শুক্র। বুধের প্রভাবেও নিজেকে চেনার, গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হয়। সরাসরি আর্থিক পুরস্কার আসতে পারে জীবনে। বিক্রয়, বিপণন, শিক্ষাদান এবং আলোচনার ক্ষেত্রেও জীবনে সমৃদ্ধি আসতে পারে। বুধ-শুক্রের মিলনে ইতিবাচক দৃষ্টিভঙ্গিও আসতে পারে মেষ রাশির জাতকদের মধ্যে।
মিথুন: মিথুন রাশির জাতকদের জন্যও দুই গ্রহের মিলন তাৎপর্যপূর্ণ। কারণ মিথুনের অধিপতি বুধ। তার সঙ্গে শুক্রের মিলনের অর্থ সৌভাগ্যের আগমন। এই সময় ওই রাশির জাতকদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। বৃদ্ধি পাবে আধ্যাত্মিক চিন্তা। লেখা এবং ডিজ়াইন সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত জাতকদের তো পোয়াবারো। যাঁরা স্বাধীন ভাবে কাজ করেন (‘ফ্রিল্যান্সার’ ), তাঁদেরও অপ্রত্যাশিত ভাবে আয় বাড়তে পারে।
কর্কট: শুক্র-বুধের মিলন থেকে সবচেয়ে লাভবান হল কর্কট। শুক্র এবং বুধ সেই রাশিতে মিলিত হওয়ায় সৌভাগ্য বিরাজ করছে জাতকদের মাথায়। আয়ের নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট জাতকদের প্রতিভা, মেধা দেখে আকৃষ্ট হন সকলে। পেশার জায়গায় অভাবনীয় উন্নতির সুযোগ তৈরি হয়। বহু দিন ধরে আটকে থাকা কোনও পদোন্নতি হয়ে যেতে পারে চোখের পলকে।
তুলা: তুলা রাশির জাতকদের জন্য বুধ-শুক্রের সংযোগের অর্থ কেরিয়ারে সাফল্য। তুলার কারক রাশি শুক্র। বুধের উপস্থিতিতে পেশার জায়গায় প্রভূত উন্নতি হতে পারে তুলা জাতকদের। অফিসে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারেন। আচমকা পদোন্নতি, স্বীকৃতি বা নেতৃত্বের সুযোগ পেতে পারেন এঁরা। আর্থিক ভাবেও উন্নতি হতে পারে। মিলতে পারে অতীতে করা কোনও কাজের পুরস্কারও। অফিসে ঊর্ধ্বতনের প্রিয় পাত্রও হয়ে উঠতে পারেন তুলা রাশির জাতকেরা।
কুম্ভ: কুম্ভ রাশির জাতকদের জন্য শুক্র-বুধের সংযোগের সময় কঠোর পরিশ্রম থেকে লাভ এনে দেওয়ার সময়। সেই সময়ে নিয়মিত উন্নতির মুখ দেখেন কুম্ভের জাতকেরা। এই সংযোগ স্বাস্থ্য, পরিষেবা এবং কর্মক্ষেত্রের পরিবেশে উন্নতি এনে দেবে ওই রাশির জাতকদের জন্য। কেউ কেউ নতুন চাকরির প্রস্তাবও পেতে পারেন। অনেকের কাছে আবার উপার্জনের নতুন দিগন্ত খুলে যেতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy