Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Venus-Mercury Conjunction

আজই সেই মহাজাগতিক দিন! বুধ-শুক্রের সংযোগে ফুলেফেঁপে উঠবেন এক রাশি, বাকি রাশির ক্ষেত্রে কী হয়?

শুধু কর্কট নয়, জ্যোতিষশাস্ত্রের নীতি অনুযায়ী, বুধ এবং শুক্রের মিলন নির্দিষ্ট কিছু রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ। মহাজাগতিক সংযোগে হঠাৎ ভাগ্য বদলে যায় ওই রাশিগুলির জাতকদের।

বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ০৯:১৯
Share: Save:
০১ ১৭
Powerful alignment takes place as Venus and Mercury conjuncts in Cancer on 21st August

বৃহস্পতিবার মহাজাগতিক সংযোগস্থাপন হচ্ছে কর্কট রাশিতে। কর্কটে সংযোগ হচ্ছে প্রেম, সৌন্দর্য ও সম্পদের গ্রহ শুক্র এবং বুদ্ধি, বাক্‌ ও বাণিজ্যের গ্রহ বুধের। এর ফলে ভাগ্য পরিবর্তন হতে চলেছে কর্কটের জাতকদের। জীবনে প্রভূত সুযোগ আসতে চলেছে তাঁদের। অর্থের ঢেউও আসতে চলেছে কর্কট জাতকদের জীবনে।

০২ ১৭
Powerful alignment takes place as Venus and Mercury conjuncts in Cancer on 21st August

শুক্র এবং বুধ কর্কট রাশিতে একত্রিত হলে বেশির ভাগ ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তিই ঘটে। সেই রাশির জাতকদের সৌভাগ্যের চাকা গড়াতে শুরু করে বলে মনে করা হয়। আটকে থাকা কাজ হয়ে যায় একনিমেষে। আর্থিক দিক থেকে ফুলেফেঁপে ওঠার সম্ভাবনাও বৃদ্ধি পায়।

০৩ ১৭
Powerful alignment takes place as Venus and Mercury conjuncts in Cancer on 21st August

গৃহ, পরিবার এবং আবেগের রাশি কর্কটে বুধ-শুক্রের মিলনের অর্থ কেবল বস্তুগত লাভ নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। দুই গ্রহের মিলন কর্কট জাতকদের জীবনে নিরাপত্তা নিয়ে এল। বুদ্ধির সঞ্চার ঘটিয়ে সম্পর্কে উন্নতি আনবে। বিনিয়োগের মাথাও খুলবে।

০৪ ১৭
Powerful alignment takes place as Venus and Mercury conjuncts in Cancer on 21st August

তবে শুধু কর্কট নয়, জ্যোতিষশাস্ত্রের নীতি অনুযায়ী, বুধ এবং শুক্রের মিলন নির্দিষ্ট কিছু রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ। মহাজাগতিক সংযোগে হঠাৎ ভাগ্য বদলে যাবে ওই রাশিগুলির জাতকদের। কেরিয়ারে সাফল্য আসবে। আবার কোনও কোনও রাশির জাতকেরা প্রভূত অর্থের অধিকারী হবেন।

০৫ ১৭
Powerful alignment takes place as Venus and Mercury conjuncts in Cancer on 21st August

আরও বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক, বুধ-শুক্রের সংযোগ কোন রাশির জীবনে কী বার্তা বহন করে আনে।

০৬ ১৭
Powerful alignment takes place as Venus and Mercury conjuncts in Cancer on 21st August

মেষ: শুক্র-বুধের সংযোগ মেষ রাশির জাতকদের জন্য উদ্ভাবনী ধারণাগুলিকে লাভজনক উদ্যোগে রূপান্তরিত করার সুযোগ নিয়ে আসছে। ব্যবসায়িক আলোচনা, সৃজনশীল প্রকল্প বা সহযোগিতা হঠাৎ করে গতি পেতে পারে। রিয়্যাল এস্টেট বা পরিবার-সম্পর্কিত সম্পদে বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। আশ্চর্যজনক আর্থিক লাভ হতে পারে বিভিন্ন চুক্তি থেকে। একটি ছোট উদ্যোগও জীবনে অনেক লাভ এনে দিতে পারে। তবে এ সব তখনই সম্ভব, যদি মেষ রাশির জাতক সাহসী এবং চিন্তাশীল হন।

০৭ ১৭
Powerful alignment takes place as Venus and Mercury conjuncts in Cancer on 21st August

বৃষ: শুক্র-বুধের মিলন থেকে উপকৃত হবেন বৃষ রাশির জাতকেরাও। কারণ বৃষ রাশির কারক গ্রহ শুক্র। বুধের প্রভাবেও নিজেকে চেনার, গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হয়। সরাসরি আর্থিক পুরস্কার আসতে পারে জীবনে। বিক্রয়, বিপণন, শিক্ষাদান এবং আলোচনার ক্ষেত্রেও জীবনে সমৃদ্ধি আসতে পারে। বুধ-শুক্রের মিলনে ইতিবাচক দৃষ্টিভঙ্গিও আসতে পারে মেষ রাশির জাতকদের মধ্যে।

০৮ ১৭
Powerful alignment takes place as Venus and Mercury conjuncts in Cancer on 21st August

মিথুন: মিথুন রাশির জাতকদের জন্যও দুই গ্রহের মিলন তাৎপর্যপূর্ণ। কারণ মিথুনের অধিপতি বুধ। তার সঙ্গে শুক্রের মিলনের অর্থ সৌভাগ্যের আগমন। এই সময় ওই রাশির জাতকদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। বৃদ্ধি পাবে আধ্যাত্মিক চিন্তা। লেখা এবং ডিজ়াইন সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত জাতকদের তো পোয়াবারো। যাঁরা স্বাধীন ভাবে কাজ করেন (‘ফ্রিল্যান্সার’ ), তাঁদেরও অপ্রত্যাশিত ভাবে আয় বাড়তে পারে।

০৯ ১৭
Powerful alignment takes place as Venus and Mercury conjuncts in Cancer on 21st August

কর্কট: শুক্র-বুধের মিলন থেকে সবচেয়ে লাভবান হল কর্কট। শুক্র এবং বুধ সেই রাশিতে মিলিত হওয়ায় সৌভাগ্য বিরাজ করছে জাতকদের মাথায়। আয়ের নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট জাতকদের প্রতিভা, মেধা দেখে আকৃষ্ট হন সকলে। পেশার জায়গায় অভাবনীয় উন্নতির সুযোগ তৈরি হয়। বহু দিন ধরে আটকে থাকা কোনও পদোন্নতি হয়ে যেতে পারে চোখের পলকে।

১০ ১৭
Powerful alignment takes place as Venus and Mercury conjuncts in Cancer on 21st August

সিংহ: সিংহ রাশির জাতকদের জন্যও খুশির খবর আনবে বুধ-শুক্রের সংযোগ। হাতে আসতে পারে অনেক দিন ধরে না পাওয়া সম্পত্তি। অতীতের প্রচেষ্টা, বকেয়া পাওনা অথবা পূর্বে করা বিনিয়োগ থেকে লাভ হতে পারে। সিংহ জাতকদের ঋণও পরিশোধ হতে পারে সেই সময়ে। কেউ কেউ আবার পেয়ে যেতে পারেন পৈতৃক সম্পত্তি।

১১ ১৭
Powerful alignment takes place as Venus and Mercury conjuncts in Cancer on 21st August

কন্যা: কন্যা রাশির জাতকদের কারক গ্রহ বুধ। শুক্রের যোগে অংশীদারির ব্যবসা করছেন এমন জাতকেরা ফলপ্রসূ হয়ে উঠতে পারেন। বন্ধু এবং সহকর্মীদের থেকেও সহযোগিতা পেতে পারেন এঁরা। নতুন নতুন সুযোগ আসতে পারে কন্যা রাশির জাতকদের জীবনে।

১২ ১৭
Powerful alignment takes place as Venus and Mercury conjuncts in Cancer on 21st August

তুলা: তুলা রাশির জাতকদের জন্য বুধ-শুক্রের সংযোগের অর্থ কেরিয়ারে সাফল্য। তুলার কারক রাশি শুক্র। বুধের উপস্থিতিতে পেশার জায়গায় প্রভূত উন্নতি হতে পারে তুলা জাতকদের। অফিসে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারেন। আচমকা পদোন্নতি, স্বীকৃতি বা নেতৃত্বের সুযোগ পেতে পারেন এঁরা। আর্থিক ভাবেও উন্নতি হতে পারে। মিলতে পারে অতীতে করা কোনও কাজের পুরস্কারও। অফিসে ঊর্ধ্বতনের প্রিয় পাত্রও হয়ে উঠতে পারেন তুলা রাশির জাতকেরা।

১৩ ১৭
Powerful alignment takes place as Venus and Mercury conjuncts in Cancer on 21st August

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতকদের জন্য শুক্র-বুধের সংযোগ ভ্রমণ, শিক্ষা এবং বিদেশে চাকরির সুযোগ এনে দেয়। আন্তর্জাতিক স্তরে করা ব্যবসার মাধ্যমেও অর্থের ঢেউ আসতে পারে জীবনে। নদী জ্যোতিষশাস্ত্র অনুসারে, কর্মের ক্ষেত্রেও উন্নতি করতে পারেন বৃশ্চিক রাশির জাতকেরা। সম্পর্কের দিক থেকেও উন্নতি হতে পারে।

১৪ ১৭
Powerful alignment takes place as Venus and Mercury conjuncts in Cancer on 21st August

ধনু: দুই গ্রহের সংযোগে ধনু রাশির জাতকেরা বিনিয়োগ বা উত্তরাধিকার সূত্রে বিপুল অর্থের মালিক হতে পারেন। এই সময়টি যৌথ উদ্যোগ, ব্যবসায়িক অংশীদারি, এমনকি স্বামী-স্ত্রীর আয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কেউ কেউ হঠাৎ অপ্রত্যাশিত লাভের সম্মুখীন হতে পারেন।

১৫ ১৭
Powerful alignment takes place as Venus and Mercury conjuncts in Cancer on 21st August

মকর: মকরের ক্ষেত্রে অংশীদারি এবং চুক্তির মাধ্যমে ভাগ্য বয়ে আনবে শুক্র এবং বুধের সংযোগ। বিয়ের আলোচনা থেকে ব্যবসায়িক চুক্তি— সুফল মিলতে পারে সমস্ত দিক থেকেই। কারও কারও ভাগ্যের প্রভাবে আর্থিক অবস্থা উন্নতি হয় জীবনসঙ্গীরও। পেশাগত দিক থেকেও লাভ হতে পারে মকর জাতকদের।

১৬ ১৭
Powerful alignment takes place as Venus and Mercury conjuncts in Cancer on 21st August

কুম্ভ: কুম্ভ রাশির জাতকদের জন্য শুক্র-বুধের সংযোগের সময় কঠোর পরিশ্রম থেকে লাভ এনে দেওয়ার সময়। সেই সময়ে নিয়মিত উন্নতির মুখ দেখেন কুম্ভের জাতকেরা। এই সংযোগ স্বাস্থ্য, পরিষেবা এবং কর্মক্ষেত্রের পরিবেশে উন্নতি এনে দেবে ওই রাশির জাতকদের জন্য। কেউ কেউ নতুন চাকরির প্রস্তাবও পেতে পারেন। অনেকের কাছে আবার উপার্জনের নতুন দিগন্ত খুলে যেতে পারে।

১৭ ১৭
Powerful alignment takes place as Venus and Mercury conjuncts in Cancer on 21st August

মীন: মীন রাশির জন্য শুক্র-বুধের সংযোগ হল খাঁটি জাদু। সৃজনশীলতা, প্রেম এবং ব্যক্তিগত অভিব্যক্তিকে তুলে ধরার সময়। শিল্প, লেখালিখি বা অভিনয়ের সঙ্গে যুক্ত জাতকদের জীবনে প্রভূত সাফল্য আসতে পারে। মীন রাশির কোনও কোনও জাতক আবার আর্থিক ভাবে লাভবান হতে পারেন পরিবার সূত্রে।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy