এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
বাস্তবের মানি হায়েস্ট। সিনেমার চিত্রনাট্যকেও হার মানিয়ে দেবে এই দুর্ধর্ষ চুরি! হিটলারের দেশের ব্যাঙ্কের ভল্ট ভেঙে টাকা চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা। জার্মানির গেলসেনকির্চেনে স্পার্কাসের ব্যাঙ্ক থেকে খোয়া গেল প্রায় ৩০ কোটি ইউরো মূল্যের সোনা এবং গয়না। তার মধ্যে নগদ খোয়া গিয়েছে এক কোটি ইউরো।
০২১৬
বছরের শেষ প্রান্তে দুঃসাহসিক এই ডাকাতির ঘটনা প্রকাশ্যে আসার পর তোলপাড় শুরু হয়ে যায় বিশ্ব জুড়ে। ২৯ ডিসেম্বর সোমবার নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে পুরু কংক্রিটের দেওয়াল ভেঙে ঢুকে পড়ে লুটেরার দল। তার পর প্রায় তিন হাজার সেফ ডিপোজ়িট বক্স বা লকার ভেঙে টাকা লুট করে চম্পট দেয়।
০৩১৬
পুলিশ এবং ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ডাকাতির ঘটনায় প্রায় ২,৭০০ গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন। লুটের ঘটনা জানাজানি হওয়ার পর শয়ে শয়ে গ্রাহক জড়ো হন ব্যাঙ্কে। তাঁরা সকলেই ব্যাঙ্কের ভিতরে ঢোকার দাবিতে সোচ্চার হন।
০৪১৬
পুলিশ জানিয়েছে, ডাকাতেরা ব্যাঙ্কের পার্কিং লট থেকে ভূগর্ভস্থ ভল্টটিতে সিঁদ কেটে ঢোকে। ২৯ ডিসেম্বর, সোমবার ভোর ৪টের কিছু আগে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। নিরাপত্তারক্ষীরা পুলিশ আধিকারিক এবং দমকলকর্মীদের শাখায় ডেকে পাঠান। ব্যাঙ্কে পৌঁছে তারা দেওয়ালে একটি গর্ত দেখতে পান।
০৫১৬
ভল্টের ভিতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তদন্তকারী আধিকারিকদের। তাঁরা দেখেন ভল্টটি তছনছ করা হয়েছে। পুলিশের ধারণা, ভল্টের পুরু কংক্রিটের দেওয়াল ভেঙে ফেলার জন্য একটি বড় ড্রিলিং মেশিন ব্যবহার করেছিল ডাকাতেরা।
০৬১৬
ফ্রাঙ্কফুর্ট থেকে প্রায় ১৯২ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত গেলসেনকির্চেন। বড়দিনের উৎসবে ব্যাঙ্ক ছুটি থাকায় এই সময়টিকে ডাকাতির উপযুক্ত সময় বলে বেছে নিয়েছিল ডাকাতদল। ২৪ ডিসেম্বর সন্ধ্যা থেকে শুরু করে টানা কয়েক দিন জার্মানিতে বেশির ভাগ দোকান এবং ব্যাঙ্ক বন্ধ থাকে।
০৭১৬
জার্মান সংবাদসংস্থা ডিপিএ জানিয়েছে যে, এই চুরি জার্মানির সবচেয়ে বড় চুরিগুলির মধ্যে একটি হতে পারে। কারণ ব্যাঙ্কের ৯৫ শতাংশ সম্পদ ওই ৩ হাজারটি লকারের মধ্যে রাখা ছিল। পুলিশের মুখপাত্র টমাস নোওয়াকজ়ি জানিয়েছেন প্রাথমিক অনুসন্ধানের পর তদন্তকারী আধিকারিকদের অনুমান, চুরির পরিমাণ অনেক বেশি হতে পারে।
০৮১৬
তদন্তে নেমে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ ও সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের অনুমান, ডাকাতদল আটঘাট বেঁধেই এই ‘অপারেশন’-এর ছক কষেছিল। কারণ তা না হলে তাদের পক্ষে ঠাহর করা সম্ভব হত না ঠিক কোথায় ড্রিল করলে সোজা ব্যাঙ্কের ভল্টে পৌঁছোনো যাবে। এমনকি নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে ডাকাতির পরিকল্পনা সফল হবে।
০৯১৬
দুর্ধর্ষ এই ডাকাতির কূলকিনারা করতে গিয়ে অথৈ জলে পড়েছেন জার্মান পুলিশের দুঁদে গোয়েন্দারাও। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
১০১৬
প্রত্যক্ষদর্শীরা তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন, তাঁরা সপ্তাহান্তে কাছের একটি পার্কিং গ্যারাজে বেশ কয়েক জনকে বড় বড় ব্যাগ বয়ে নিয়ে যেতে দেখেছেন। পুলিশ জানিয়েছে, গ্যারাজের ভিডিয়ো ফুটেজে সোমবার ভোরে একটি চুরি যাওয়া গাড়ির ভিতরে কয়েক জন মুখোশধারীকে দেখা গিয়েছে।
১১১৬
সেই সিসিটিভি ফুটেজে কালো রঙের একটি অডি আরএস ৬ গাড়িকে গ্যারাজ থেকে বেরিয়ে যেতেও দেখা গিয়েছে। গেলসেনকির্চেনের ২০০ কিলোমিটারেরও বেশি উত্তর-পূর্বে অবস্থিত হ্যানোভারে চুরি যাওয়া একটি গাড়ির নম্বরপ্লেট ছিল গাড়িটিতে।
১২১৬
ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁদের ওয়েবসাইটে জানিয়েছেন, প্রতিটি লকারের বাক্সের জন্য ১০ হাজার ৩০০ ইউরো (১২ হাজার ০৮৮ ডলার) বিমা করানো রয়েছে, যদি না কোনও গ্রাহক অতিরিক্ত ব্যক্তিগত বিমা করিয়ে রাখেন। গড় বিমা মূল্য ১০,০০০ ইউরো ধরা হলে ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি ইউরো বলে অনুমান করা হয়েছে।
১৩১৬
ভয়াবহ এই ব্যাঙ্ক ডাকাতির খবর শুনে রাতের ঘুম উড়ে গিয়েছে গ্রাহকদের। তাঁরা স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ঠিক কত ক্ষতি হয়েছে ব্যাঙ্কের পক্ষ থেকে তার কোনও তথ্য দেওয়া হয়নি।
১৪১৬
ঘটনার কথা শুনে তড়িঘড়ি ব্যাঙ্কে ছুটে এসেও কোনও সদুত্তর মেলেনি গ্রাহকদের। বাইরে অপেক্ষা করার সময় এক গ্রাহক জানিয়েছেন, তিনি ২৫ বছর ধরে এই ভল্টটি ব্যবহার করছেন। তাঁর বার্ধক্যের সমস্ত সঞ্চয় রাখা ছিল ওই ব্যাঙ্কে। অন্য এক গ্রাহক জানিয়েছেন, তিনি ও তাঁর পরিবার নগদ টাকা এবং গয়না রাখার জন্য ভল্টটি ব্যবহার করতেন।
১৫১৬
সম্প্রতি প্যারিসের ঐতিহ্যবাহী লুভ্র জাদুঘরে দুঃসাহসিক চুরির ঘটনায় দুনিয়া জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে রক্ষীদের চোখের সামনে দিয়ে চম্পট দিয়েছিল ডাকাতেরা। খোয়া যায় কিংবদন্তি ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্টের গয়নাও।
১৬১৬
ফ্রান্সের পর রাইন নদীর দেশে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ইউরোপের উন্নত দেশগুলির নিরাপত্তার ফাঁকফোকর নিয়ে উদ্বিগ্ন হতে শুরু করেছেন নাগরিকেরা।