পৃথিবীর শীতলতম ও শুষ্কতম স্থান। দূর থেকে দেখলে অপরূপ সুন্দর। কাছে গেলেই মৃত্যুর হাতছানি লুকিয়ে শ্বেতশুভ্র বরফের পরতে পরতে। নীরব, প্রাণহীন এই মহাদেশের অপরূপ সৌন্দর্য দেখে বার বার মুগ্ধ হয়েছে পথিবী। পুরু বরফের আস্তরণের গভীরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে, যা খুঁজে বার করতে বার বার পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানী ও অভিযাত্রীরা সেখানে ছুটে গিয়েছেন।
আন্টার্কটিকার ৯০ শতাংশই পুরু বরফের আস্তরণে ঢাকা। মাইলের পর মাইল তুষারের চাদর। সবুজের প্রায় কোনও চিহ্ন মেলে না সেখানে। এ-হেন আন্টার্কটিকায় হদিস মিলল কোটি কোটি টন ব্যারেল তেলের। অনুসন্ধানের কৃতিত্ব মস্কোর। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি অনুযায়ী আন্টার্কটিকার হিমায়িত ভূপৃষ্ঠের নীচে বৃহত্তম অপ্রকাশিত তেলের মজুতের সন্ধান পেয়েছেন রুশ গবেষকেরা।