হাতের কাছে বিদেশ বলতে আমাদের যে দেশটির কথা সাধারণত মাথায় আসে সেটি হল তাইল্যান্ড। কম খরচে বিদেশভ্রমণের স্বাদ চাখিয়েছে এই দেশটি। ভারতের পূর্বের প্রতিবেশী মায়ানমার। তার ঠিক পূর্ব সীমান্তে রয়েছে তাইল্যান্ড। তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক জনপ্রিয় পর্যটনকেন্দ্র। ভারত থেকে প্রতি বছর অগণিত পর্যটক ব্যাঙ্ককে ঘুরতে যান। বাঙালি পর্যটকের সংখ্যাও নেহাত কম নয়।