এই সিনেমায় বিজয়ের ছোটবেলার চরিত্রে অভিনয় করে নজর কেড়ে নিয়েছিলেন এক শিশুশিল্পী। স্বল্পদৈর্ঘ্যের চরিত্র হলেও সেই অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছিলেন সেই খুদে অভিনেতা। ৭০ ও ৮০-র দশকের একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। বলিজগতে পরিচয় গড়ে তুলেছিলেন শক্তিশালী শিশুশিল্পীর। শতাধিক সিনেমায় মুখ দেখিয়েছিলেন সেই খুদে অভিনেতা।