বরফের আড়াল থেকে ছুটে আসছে গুলি। প্রায় নির্ভুল নিশানায় সেই গুলি ফুঁড়ে দিচ্ছে শত্রুপক্ষকে। শ্বেতশুভ্র তুষারে ঢাকা যুদ্ধক্ষেত্রে সৈন্যদের ঘায়েল করে শত্রুপক্ষের স্নাইপার যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছেন। মেঘের আড়াল থেকে মেঘনাদ যেমন তাঁর শত্রুদের নাস্তানাবুদ করেছিলেন, তেমনই বরফের রাজ্যে আত্মগোপন করে একের পর এক রুশ সেনাকে ধরাশায়ী করে ফেলছেন কোনও ‘অতিমানব’।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ফিনল্যান্ড আক্রমণ করেছিল রাশিয়া। ১৯৩৯-৪০ সালে সাড়ে তিন মাস ধরে চলা সেই যুদ্ধে তৎকালীন সোভিয়েত সেনাবাহিনীকে ঘোল খাইয়ে দিয়েছিলেন এক বন্দুকবাজ। বরফের রাজ্যে তুষারচিতার মতো ক্ষিপ্রতায় শত্রুদের ঘায়েল করতেন তিনি। হাতিয়ার বলতে পুরনো রাশিয়ান রাইফেল। নিশানা করতে তাঁর কোনও দিন প্রয়োজন পড়েনি টেলিস্কোপেরও।