চার বছরে পা রাখতে চলা ইউক্রেন যু্দ্ধকে কেন্দ্র করে দ্বিধাবিভক্ত ইউরোপ। এক দিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ‘উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা’ বা নেটো (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজ়েশন)। অন্য দিকে রাশিয়া। চলতি বছরের শেষে পৌঁছে দু’পক্ষই সুর চড়াতে থাকায় জটিল হয়েছে পরিস্থিতি। এই আবহে মস্কোর রক্তচাপ বাড়িয়ে অত্যাধুনিক রণতরী নির্মাণের কাজ শুরু করল নেটো-ভুক্ত তুরস্ক। ফলে ক্রেমলিনের পাশাপাশি গ্রিস এবং সাইপ্রাসের কপালেও পড়েছে চিন্তার ভাঁজ।
গত ২৭ নভেম্বর এ ব্যাপারে বড় ঘোষণা করে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক। সেখানে বলা হয়েছে, ইস্তানবুলের শিপইয়ার্ডে পরবর্তী প্রজন্মের ড্রেস্ট্রয়ার শ্রেণির রণতরী নির্মাণের কাজ শুরু করা হয়েছে। যুদ্ধজাহাজটির পোশাকি নাম ‘টিএফ-২০০০’ রেখেছে আঙ্কারা। এই রণতরী তুর্কি নৌবাহিনীর বহরে শামিল হলে পূর্ব ভূমধ্যসাগর, এজ়িয়ান সাগর এবং নেটোর বৃহত্তর সামুদ্রিক থিয়েটারের শক্তি যে কয়েক গুণ বৃদ্ধি করবে, তা বলার অপেক্ষা রাখে না।